রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস চলতি বছর অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে তিনজনের নাম ঘোষণা করেছেন। নোবেল পুরস্কার বিজয়ী তিন অর্থনীতিবিদই মার্কিন নাগরিক। তারা হলেন–বেন এস বারন্যাঙ্ক, ডগ্লাস ডব্লিউ ডায়মন্ড, ফিলিপ এইচ ডিবভিগ।
সোমবার(১০ অক্টোবর) অর্থনীতিতে নোবেল ঘোষণার মধ্যে দিয়ে শেষ হয়েছে চলতি বছরের নোবেল জয়ীদের তালিকা।
এ বছর ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণা করায় তাদের মনোনীত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান বেন এস বারন্যাঙ্ক, সিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফিলিপ এইচ ডিবভিগ এই কৃতিত্বের অধিকারী হয়েছেন।
নোবেল পুরস্কারের এক কোটি সুইডিশ ক্রোনার তারা ভাগ করে নেবেন।
নোবেল পুরস্কার হিসেবে বিজয়ী একটি গোল্ড মেডেল ও ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার পান।
১৯০১ সালে ৫টি বিভাগে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হলেও পরবর্তী সময়ে অর্থনীতিতেও নোবেল দেওয়া শুরু হয়। ১৯৬৮ সালে শুরু হওয়া এ পুরুস্কার এখন পর্যন্ত চলমান রয়েছে৷
২০২২ সালের বিজয়ীদের সঙ্গে ২০২০ ও ২০২১ সালের বিজয়ীদেরও আগামী ডিসেম্বরে সুইডেনের স্টকহোমে নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানিয়েছে নোবেল ফাউন্ডেশন।