32 C
Dhaka
Saturday, July 27, 2024

অলৌকিকভাবে শিশু বেঁচে যাওয়ার সেই ঘটনায় ট্রাকচালক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আন্তঃসত্ত্বা নারীসহ এক পরিবারের তিন জন নিহত ও অলৌকিকভাবে শিশু ভূমিষ্ঠ হওয়ার ঘটনায় ট্রাক চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব সদর দপ্তরের পরিচালক লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং কমান্ডার খন্দকার আল মঈন জানান, আটক মো. রাজু আহমেদ শিপন (৪২) রাজশাহীর আব্দুর রাজ্জাকের ছেলে।

র‌্যাব কমান্ডার জানান, অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শনিবার দুপুরে কিশোরগঞ্জে পণ্য নিয়ে যাওয়ার সময় ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ডের কাছে তিনজনকে ট্রাকচাপা দেয়ার কথা স্বীকার করেছেন।

স্থানীয়রা ট্রাকটি থামালে অভিযুক্ত চালক ঢাকাগামী একটি বাসে উঠে পালিয়ে যান এবং এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

শনিবার ত্রিশাল উপজেলার কোর্ট বিল্ডিং এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক কন্যা শিশুর জন্ম হয়, এই সময় বাবা-মাসহ পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়।

নিহতরা হলেন- উপজেলার রায়মনি গ্রামের জাহাঙ্গীর আলম (৩৫), তার স্ত্রী রত্না বেগম (২৬) ও তাদের মেয়ে জান্নাত আরা (৩)।

জাহাঙ্গীর আলম তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য আসেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় ট্রাকটি তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম, তার স্ত্রী রত্না বেগম ও তার মেয়ে জান্নাত মারা যায়। অন্তঃসত্ত্বা রত্না বেগমের পেটে থাকা নবজাতক শিশু চাপ খেয়ে রাস্তায় প্রসব হয়।

পরে শিশুটি বাম হাত ও গলার হাড় ভেঙে যাওয়ায় তাকে ময়মনসিংহ লাবিব হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় গত ১৭ জুলাই জাহাঙ্গীরের বাবা বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা করে।

আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কমান্ডার খন্দকার আল মঈন।

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...

কোটা আন্দোলন: ঢাকায় গুলিবিদ্ধ ৩ আন্দোলনকারী, সারাদেশে নিহত ৬  

কোটা সংস্কারের দাবিতে রাজধানীসহ উত্তাল সমগ্র দেশ। এ আন্দোলনে রাজধানীর চানখারপুল এলাকায় স্থানীয় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারীদের তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল...

সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ

ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দূর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ শুক্রবার(৫ জুলাই) সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন...