30 C
Dhaka
Friday, September 20, 2024

আইনজীবী সমিতির নির্বাচন: পুনর্নির্বাচনের দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট:

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন করে নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণের দাবিতে বিএনপিপন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ ও সমাবেশ করেছেন।

আজ সোমবার (২০ মার্চ) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে প্রায় তিনশ আইনজীবী এ বিক্ষোভে অংশ নেন।

এসময় গত ১৫ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবীদের ওপর পুলিশি হামলার বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করেন তারা।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী ও মহাসচিব কায়সার কামালের নেতৃত্বে মিছিলটি জাতীয় প্রেসক্লাবের কাছে কদম ফোয়ারায় গিয়ে শেষ হয়।

এসময় বিএনপিপন্থী আইনজীবীরা আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের পদত্যাগ দাবি করেন। তাঁরা বলেন, আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল পুলিশকে আইনজীবীদের লাঞ্ছিত করার নির্দেশ দিয়েছেন।

বিএনপিপন্থী আইনজীবীরা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

একই সময়ে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের একটি দল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির অফিস কক্ষে বিক্ষোভ করে। নির্বাচনের দিন বিএনপিপন্থী আইনজীবীরা ব্যালট ছিনিয়ে নিয়েছে এবং আসবাবপত্র এবং জিনিসপত্র ভাঙচুর করেছে বলে তারা দাবি করেন।

এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে ব্যালট ছিনতাই, ভাঙচুর, পুলিশের ওপর হামলার অভিযোগে করা পৃথক তিন মামলায় বিএনপি-সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী এ এম মাহবুব উদ্দিন, সম্পাদক প্রার্থী মো. রুহুল কুদ্দুসসহ ১৩ আইনজীবী আগাম জামিন পেয়েছেন।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...