রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা কর্মসূচিতে হামলা, গুলি ও হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার শোকমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপিসহ বিরোধী দলগুলো।
আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোকমিছিল শুরু হবে।
এ বিষয়ে আজ বুধবার বিকেলে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এক সমাবেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কর্মসূচির ঘোষণা দেন।
এর আগে সকালে রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা করে বিএনপি। বিকেল সাড়ে পাঁচটায় যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে গিয়ে পদযাত্রা শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মির্জা আব্বাস এই কর্মসূচির ঘোষণা দেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমেদ, মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ, যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ।