মাগুরায় আধিপত্য বিস্তারের লড়াই নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে রাশিদুল ইসলাম (৬০) নামে অবসরপ্রাপ্ত এক বিডিআর সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার(৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীপুর উপজেলার কাজলি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত রাশিদুল ইসলাম শ্রীপুর উপজেলার হোগলডাঙ্গা গ্রামের কওছার মোল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, স্থানীয় আ.লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আবদুল হান্নান মোল্যা এবং অপর আ.লীগ কর্মী পবন মল্লিকের মধ্যে দীর্ঘদিন ধরে উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলি-হোগলডাঙ্গা এলাকায় বিরোধ চলে আসছিল।
সম্প্রতি পবন মল্লিকের দল থেকে বেশ কয়েকজন হান্নান মোল্যার দলে যোগদান করার ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় কাজলি বাজার এলাকায় উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এ সময় হান্নান মোল্যা সমর্থিতদের ধারাল অস্ত্রের আঘাতে রাশিদুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হয়।
রাশিদুল ইসলামকে আহত অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আহত অন্যান্যদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রাশিদুল ইসলাম সমর্থিতরা মৃত্যুর খবরের পর প্রতিপক্ষের বেশকিছু বাড়িতে হামলা ভাংচুর চালিয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।