মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

আমেরিকার অ্যাম্বাসেডরকে বলে এসেছি- কেয়ারটেকার গভর্নমেন্ট ইজ নট পসিবল: কাদের

-বিজ্ঞাপণ-spot_img

তত্ত্বাবধায়ক সরকারের ভূত নামিয়ে ফেলুন। ওই ভূত আর বাংলাদেশ গ্রহণ করবে না, না, বিএনপির উদ্দেশ্যে এমন বার্তা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা মার্কিন দূতাবাসে গিয়েছিলাম। সেখানে গিয়েও আজকে আমরা আমেরিকার অ্যাম্বাসেডরকে বলে এসেছি, ইট ইজ নট পসিবল টু রিটার্ন টু কেয়ারটেকার গভর্নমেন্ট সো কল এগেইন। তত্ত্বাবধায়ক সরকারে বাংলাদেশ আর ফেরত যাবে না।

বুধবার (২২ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি অডিটোরিয়ামে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের ব্যর্থতার কারণে মির্জা ফখরুলের পদত্যাগ করা উচিত। আজকে কী বলবে বিএনপি? ক্ষমতার ময়ূর সিংহাসন আসি আসি করে তো এলো না।

ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, বিশেষ আলোচক কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য তারানা হালিম।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবৈধ দলের অবৈধ মহাসচিব হিসেবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির একটা কনস্টিটিউশন (সংবিধান) আছে। সেই কনস্টিটিউশনে কোথায় আছে ১২ বছর ধরে মহাসচিব থাকা যাবে? সে যে সরকারের পদত্যাগ দাবি করে তার নিজেরই তো পদত্যাগ করা উচিত। কারণ বিএনপির কনস্টিটিউশন অনুযায়ী সে তো অবৈধ।

ওবায়দুল কাদের বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদীনের কাদায় পড়া গরুর গাড়ি নিয়ে একটা চিত্রকর্ম আছে। বিএনপির অবস্থা কাদায় আটকে পড়া জয়নুলের গরুর গাড়ির মতোই।  বিএনপির আন্দোলন এগোয় না, পিছায় না, ডানে যায় না, বামে যায় না। কোনো নড়াচড়া নাই। ফখরুল নাকি বলে আমরা গণতন্ত্র ধ্বংস করেছি।

তিনি বলেন, ভুয়া ভোটার তালিকা করে প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে তোমরা গণতন্ত্রকে কবর দিয়েছো। বিএনপির হাতে এই দেশ আর যাবে না। এই দেশ মেরামত করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা তাদের হাতে এই বাংলাকে ফিরিয়ে দেবেন না। এখন তারা (বিএনপি) রাষ্ট্র মেরামতের ২৭ দফা আর সরকার উৎখাতের ১০ দফা ঘোষণা করেছে। সব ভুয়া।

যারা সন্ত্রাসের মন-মানসিকতার, চাঁদাবাজি, সিট বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদেরকে ছাত্রলীগে ঠাঁই দেওয়া যাবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, যারা চাঁদাবাজি করে, কাজ করে না, মাদকের সঙ্গে যুক্ত, এরকম অনেক দিনের পচা-গলিত অংশ রয়ে গেছে, এদের বাদ দিতে হবে। সার্জারি করে বিষফোঁড়া নষ্ট করতে হবে। এদের লাগাম টেনে ধরতে হবে। এদের বের করে দিলে ছাত্রলীগের কোনো ক্ষতি হবে না। ভালো ছেলেমেয়েরা ছাত্রলীগে থাকলে তাদের দেখে বাকি ভালো ছেলেমেয়েরাও আসবে।

তিনি বলেন, আমরা সাবেক ছাত্রলীগ নেতারা মাঝেমধ্যে লজ্জিত হই, বিব্রত হই এদের কর্মকাণ্ডে।  অপকর্মকারীরা স্মার্ট না। খারাপ কাজে স্মার্ট কারোর দরকার আমাদের নেই। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার সৈনিক হতে হবে। আবেগের নয়, চেতনার সৈনিক হতে হবে। আমরা এরকম স্মার্ট কর্মী চাই।

সভাপতির বক্তব্যে সাদ্দাম হোসেন বলেন, বঙ্গবন্ধু দুর্ভিক্ষের সময় কিংবা দাঙ্গা প্রতিরোধে, গণমানুষের রাজনীতিকে প্রতিষ্ঠা করতে, খাদ্য অধিকারে, ভাষা, রাজপথে, পার্লামেন্টে, স্বাধীনতা ও স্বাধীন দেশের আদর্শ কী হবে- এসব নিয়ে লড়াই ও সংগ্রাম করেছেন। কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। স্বাধীনতার পরের দেশ পুনর্গঠনের জন্য তার প্রচেষ্টা মানুষের সামনে আরও ফুটিয়ে তোলা উচিত বলে আমি মনে করি।

এক কোটি মানুষ মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নিয়েছিল উল্লেখ করে ছাত্রলীগ সভাপতি বলেন, বঙ্গবন্ধু তাদের ফিরিয়ে এনে ৬ মাসের ভেতরে ২ লাখ ৭৩ হাজার পরিবারকে বাড়ি করে দেন। ১৩ লাখ ৭৬ হাজার পরিবারকে নতুন জমি দেওয়া হয়েছিল, যা বিশ্বের সবচেয়ে দ্রুত সময়ের হিসেবে সর্বোচ্চ। বঙ্গবন্ধু সবসময়ই গণমুখী আমলাতান্ত্রিক সমাজ গড়ার চেষ্টা করেছেন।

‘এজন্যই তিনি কৃষক শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেছিলেন। তখনকার সমাজব্যবস্থা অনেক দরিদ্র, অস্থিতিশীল রাষ্ট্রব্যবস্থা ছিল। সেই সময়ে বঙ্গবন্ধু বাংলাদেশকে একটা স্থিতিশীল, ধর্মনিরপেক্ষ দেশ গড়তে চেয়েছিলেন’, যোগ করেন সাদ্দাম হোসেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় অবস্থিত বিএইচআইএস কারখানার শ্রমিকরা...

গভীর রাতে থানায় ঢুকে ওসিকে মারধর!

ঢাকার পল্লবী থানায় গভীর রাতে ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ওই তরুণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ...

নরসিংদীতে বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে ভাড়া অটোরিকশায় যাওয়া নিয়ে তর্কবিতর্কের জেরে সুমন মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা ও তার বাবাকে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। সোমবার...

নরসিংদীতে মাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

নরসিংদীর মনোহরদীতে জ্বালানি তেল মাপে কম দেওয়ার অভিযোগে মেসার্স আনোয়ার অ্যান্ড ব্রাদার্স সিএনজি, এলপিজি, ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার...

সম্পর্কিত নিউজ

বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। সোমবার (৯ মার্চ) সকাল...

গভীর রাতে থানায় ঢুকে ওসিকে মারধর!

ঢাকার পল্লবী থানায় গভীর রাতে ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে এক তরুণকে আটক করেছে...

নরসিংদীতে বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে ভাড়া অটোরিকশায় যাওয়া নিয়ে তর্কবিতর্কের জেরে সুমন মিয়া (৩০) নামে এক যুবককে...
Enable Notifications OK No thanks