জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ২০২৬ সালের মধ্যে নারী অধিকার সংগঠন এবং আন্দোলনে তহবিল ৫০ শতাংশ বৃদ্ধি করতে সরকারগুলোকে আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, নারী ও মেয়েদের প্রতি সহিংসতা বিশ্বের সবচেয়ে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন।
শনিবার নারীর প্রতি সহিংসতা দূরীকরণের আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এসব কথা বলেন।
এতে তিনি আরও বলেন, ‘আসুন আমরা নারীর অধিকারের পক্ষে অবস্থান নিই এবং আওয়াজ তুলি। আসুন সাহসের সঙ্গে ঘোষণা করি, আমরা নারীবাদী।’
গুতেরেস বলেছেন, প্রতি ১১ মিনিটে একজন নারী বা মেয়ে জীবনসঙ্গী বা পরিবারের সদস্য দ্বারা হত্যা শিকার হন। আমরা জানি যে কোভিড-১৯ মহামারি থেকে অর্থনৈতিক অস্থিরতা পর্যন্ত অন্যান্য চাপগুলো অনিবার্যভাবে আরও বেশি শারীরিক এবং মৌখিক নির্যাতনের দিকে নিয়ে যায়।
তিনি বলেন, নারী ও মেয়েরা যৌন হয়রানি, ছবির অপব্যবহার এবং অনলাইন সহিংসতার শিকার হয়।
জাতিসংঘের প্রধান বলেছেন, ‘এই বৈষম্য, সহিংসতা এবং অপব্যবহার একটি বড় মূল্য দিয়ে আসছে মানবজাতির অর্ধেক অংশ। এটি জীবনের সকল ক্ষেত্রে নারী এবং মেয়েদের অংশগ্রহণকে সীমিত করে। তাদের মৌলিক অধিকার এবং স্বাধীনতাকে অস্বীকার করে এবং আমাদের বিশ্বের প্রয়োজন সমান অর্থনৈতিক পুনরুদ্ধার এবং টেকসই বৃদ্ধিকে বাধা দেয়।’
তিনি বলেন, এখন সময় এসেছে রূপান্তরমূলক পদক্ষেপের যা নারী ও মেয়েদের প্রতি সহিংসতা বন্ধ করে।
গুতেরেস বলেছেন, এর অর্থ হল সরকারগুলো এই দুর্যোগ মোকাবিলায় জাতীয় কর্ম পরিকল্পনা ডিজাইন, অর্থায়ন এবং বাস্তবায়ন করছে। ‘এর অর্থ সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি পর্যায়ে তৃণমূল এবং সুশীল সমাজের গোষ্ঠীগুলোকে সম্পৃক্ত করা।’
এর অর্থ নিশ্চিত করা যে আইনগুলো প্রয়োগ করা হয় এবং সম্মান করা হয়। যাতে বেঁচে থাকা ব্যক্তিরা তাদের ন্যায়বিচারের অধিকার এবং সমর্থন সমুন্নত দেখতে পান।
জাতিসংঘ প্রধান বলেন, এর অর্থ হল এমন গণ প্রচারাভিযানকে সমর্থন করা যা পিতৃতান্ত্রিক রীতিনীতিকে চ্যালেঞ্জ করে এবং দৈন্যতা ও সহিংসতাকে প্রত্যাখ্যান করে।’
এই বছরের থিম হিসেবে – ‘একত্রিত হয়: নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে সক্রিয়তা’ – আমাদের মনে করিয়ে দেয়। এর অর্থ হল বিশ্বজুড়ে পরিবর্তনের জন্য আহ্বানকারী কর্মীদের সঙ্গে দাঁড়ানো যারা সহিংসতা থেকে বেঁচে যাওয়াদের সমর্থন করছে।’