29 C
Dhaka
Saturday, July 27, 2024

আ.লীগের কর্মীরা বারুদ, জ্বলে উঠলে এ আগুন নিভাতে পারবেন না: শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের কর্মীরা বারুদ। সেই বারুদ জ্বলে উঠলে এ আগুন কিন্তু নিভাতে পারবেন না বলেই মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনি বলেন, যারা আগুন লাগাবেন রাজপথে নামবেন বলে হাকডাক দিচ্ছেন। তারাই কিন্তু নিজেদেরকে বাঁচাতে পারবেন না।

শনিবার (২০ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জের বন্দরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ 

এ সমাবেশে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এ রশীদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, হুমায়ুন কবির মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন৷

নেত্রীর ওপর আঘাত আসলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো জানিয়ে শামীম ওসমান বলেন, স্বাধীনতাবিরোধী শক্তিকে বলতে চাই নারায়ণগঞ্জে কিন্তু আল্লাহর রহমতে শামীম ওসমানের মতো একজন নগণ্য কর্মী আছে। ইনশাল্লাহ লাখো লোক নিয়ে ২৪ ঘণ্টা আমরা প্রস্তুত থাকি। ডাক দেওয়া লাগবে না। ইশারাই কাফি।  

আওয়ামী লীগের বিপুল নেতাকর্মী  নারায়ণগঞ্জে আছে জানিয়ে তিনি বলেন, সত্যি কথা বলতে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের কর্মীরা ঢাকায় গিয়ে অবস্থান নিলে জায়গা থাকবে না। শুধু ধৈর্য্য ধরে আছি নেত্রী বলেছেন ধৈর্য্য ধরতে। কিন্তু ধৈর্য্য ধারণ করতে পারি না যখন আমাদের মাতৃতুল্য শেখ হাসিনাকে নিয়ে কেউ কথা বলে। এটা স্বাভাবিক। মা তো বলবেই সন্তানকে ধৈর্য্য ধরতে। কিন্তু প্রকৃত সন্তান মায়ের প্রতি সামান্য অবিচার হলে তা সহ্য করতে পারে না। আমরা তাই পারি না । 

শামীম ওসমান বলেন, ২৭ আগস্ট সমাবেশ হবে। নারায়ণগঞ্জের সব স্বাধীনতার স্বপক্ষের লোকদের এক মঞ্চে চাই। মঞ্চে উনারা বক্তব্য দেবেন আমি নিচে দাঁড়িয়ে কর্মীদের মত স্লোগান দিব। আমি কর্মী হয়ে স্লোগান দিতে চাই নেতা হয়ে মঞ্চে বক্তব্য দিতে চাই না। আমি বাংলাদেশকে শকুনদের হাত থেকে রক্ষা করতে চাই। আমি শেখ হাসিনাকে বলতে চাই আপনার ওপর আঘাত আসলে নারায়ণগঞ্জের নেতাকর্মীরা বসে থাকবে না। এ কথা পরিষ্কার নারায়নগঞ্জ বঙ্গবন্ধুর ঘাটি ছিল, আছে ও থাকবে। 

তিনি বলেন, এলাকায় এলাকায় স্বাধীনতার স্বপক্ষের সবাইকে ডাকতে হবে শুধু আওয়ামী লীগ না। সবাই মিছিল নিয়ে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিসের সামনে যাবেন। আমি যদি নাও থাকি এ মিটিং হবে। কারণ দেশ বাঁচানোটা প্রথম কাজ। 

‘আপনারা কাকে নিয়ে আমাদের সঙ্গে খেলতে চান? সমস্ত শক্তির সঙ্গে আমরা খেলবো। ভাইরে সেই ছোট থেকেই রাজপথে খেলতে খেলতে নারায়ণগঞ্জের কর্মীরা সারাদেশ কাঁপিয়েছে’, বলে হুঁশিয়ারি দেন শামীম ওসমান৷

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...

কোটা আন্দোলন: ঢাকায় গুলিবিদ্ধ ৩ আন্দোলনকারী, সারাদেশে নিহত ৬  

কোটা সংস্কারের দাবিতে রাজধানীসহ উত্তাল সমগ্র দেশ। এ আন্দোলনে রাজধানীর চানখারপুল এলাকায় স্থানীয় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারীদের তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল...

সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ

ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দূর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ শুক্রবার(৫ জুলাই) সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন...