27 C
Dhaka
Saturday, September 21, 2024

আ.লীগ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে লড়াই করছে: কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার দল গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে লড়াই করছে।

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে কাদের বলেন, ‘আমাদের লড়াই চলবে।’

রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৮৭ সালের ১০ নভেম্বর ঢাকায় এরশাদবিরোধী আন্দোলনের সময় গণতন্ত্রপন্থী এই তরুণ শহীদ হওয়ার স্মরণে নূর হোসেন দিবস পালিত হয়।

কাদের বলেন, ‘গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া, এটি কোনো ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন নয় যে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গণতন্ত্রকে স্বৈরাচারমুক্ত করার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি সরকারে থাকতেও গণতন্ত্রের ক্ষতি করেছে, বিরোধী দল থাকা অবস্থায়ও তারা ক্ষতি করেছে।

তিনি আরও বলেন, বিএনপিকে প্রতিশ্রুতি দিতে হবে তারা দেশে সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টি করবে না। কেন তাদের নেতাকর্মীদের লাঠিসোঁটা নিয়ে বের হতে হবে? তারা লাঠিসোঁটা নিয়ে জাতীয় পতাকা বেঁধে বিক্ষোভ করে, এটা সন্ত্রাসের আরেক রূপ। এটা বন্ধ করতে হবে।

কাদের বলেন যে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে। কিন্তু বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অনেক বাধা রয়েছে।

১৯৮৭ সালের ১০ নভেম্বর রাজধানীর গুলিস্তানের কাছে জিরো পয়েন্ট তৎকালীন জেনারেল এইচএম এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করার সময় পুলিশের গুলিতে আওয়ামী যুবলীগ নেতা নূর হোসেন নিহত হন।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...