বরগুনার আমতলীতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আনোয়ার হোসেন নামে এক প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে।
সোমবার (১০ জুলাই) দুপুরে আমতলী উপজেলার হালিমা খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনির। তিনি গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
অপরদিকে, ভুক্তভোগী শিক্ষক আনোয়ার হোসেন উপজেলার হালিমা খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
ঘটনা নিয়ে জানা যায়, সোমবার দুপুরে ইউপি চেয়ারম্যান মনি উপজেলার গুলিশাখালী ইউনিয়নের হালিমা খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভায় অংশগ্রহণ করেন। সভায় বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।একপর্যায়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আনোয়ার হোসেনকে তিনি মারধর করেন। পরে ভুক্তভোগী ওই শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এইচএম মনিরুল ইসলাম মনি বলেন, আমি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মিটিং করতে গিয়েছিলাম। মিটিং শেষে চলে এসেছি। মারধর বা তর্ক বিতর্কের কিছুই হয়নি।
আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াউল হক মিলন বলেন, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।