ফুটবল বিশ্বকাপ আসরে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ইরান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ নিয়ে বিশ্বজুড়ে উন্মাদনা যেমন চলে তেমনি ভবিষ্যত বাণীও উঠে আসে নানা দিক থেকে। এবার ইংল্যান্ড-ইরান ম্যাচ শুরুর আগে তেমনই এক ভবিষ্যদ্বাণী করেছে একটি উট।
‘মিস্টিক মিলি’ নামের সেই উটের আধ্যত্মিক ক্ষমতা আছে বলেই প্রচার করা হচ্ছে। মিস্টিক মিলির ভবিষ্যদ্বাণীর এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।
উট কর্তৃপক্ষ ভাষ্যমতে, মিস্টিক মিলির ভবিষ্যদ্বাণী কখনো মিথ্যা হয়নি। যে কারণে ইংল্যান্ড এশিয়ার দেশ ইরানকে হারাবে বলেই বিশ্বাস সমর্থকদের। গ্যারেথ সাউথগেটের শিষ্যরাও জয় দিয়ে কাতার মিশনের সূচনা করতে চায়।
বিশ্বকাপে ইরান দলটি নিয়মিত হলেও ইংল্যান্ডের জন্য অচেনা প্রতিপক্ষই। দুইদল বিশ্বকাপে মুখোমুখি হওয়া তো দূরের কথা, প্রীতি ম্যাচেও দেখা হয়নি তাদের। কাতার বিশ্বকাপে প্রথম দেখায় উভয় দলই জয় ছিনিয়ে নিতে বদ্ধ পরিকর। সমীকরণ মেলানো হচ্ছে বিভিন্ন দিকের।