ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি ডিস্ট্রিবিউশন সেন্টারে রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৬ জন পোস্টাল কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন।
শনিবার রাতে এই হামলা চালানো হয়। টেলিগ্রাম চ্যানেলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, খারকিভে নোভা পোস্টা অফিসে এই হামলা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে৷ জেলেনস্কি ঘটনাস্থলের যেসব ছবি প্রকাশ করেছেন সেই অনুযায়ী দেখা যায় ভবনটির জানালা উড়ে গেছে।
খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেছেন, হতাহতরা সবাই একটি পোস্টাল কোম্পানিতে কাজ করতেন। ভবনটি এস-৩০০ রকেট আঘাত করার সময় এর ভিতর অবস্থান করছিলেন ২২ জন মানুষ।
পুলিশ বলেছে, অপরাধ বিশেষজ্ঞ ও ফরেনসিক বিশেষজ্ঞদের সঙ্গে তদন্তকারীরা মৃতদেহের পরীক্ষা করছিলেন। এসব কর্মীর বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে। অনেকে বিস্ফোরণে শার্পনেলের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন।
খারকিভের গভর্নর বলেছেন, ওই স্থাপনাটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের। খারকিভের শান্তিপ্রিয় মানুষের বিরুদ্ধে অধিক পরিমাণে সন্ত্রাসের আশ্রয় নিয়েছে রাশিয়া।
এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া।