33 C
Dhaka
Sunday, September 8, 2024

ইউক্রেন হামলার পর প্রথম রুশ জাহাজ মোংলায় পৌঁছেছে

ডেস্ক রিপোর্ট:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম রাশিয়ান পণ্যবাহী কোনো জাহাজ বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলায় ভিড়েছে। রাশিয়ার পতাকাবাহী ‘এমভি কামিল্লা’ নামের ওই জাহাজটি সোমবার বিকালে মোংলা বন্দরে ভেড়ে। সন্ধ্যায় জাহাজ থেকে পণ্য খালাস কাজ শুরু হয়েছে।

জাহাজটিতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিশ রয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানায়।

মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন জানান, রাশিয়ান পতাকাবাহী জাহাজ এমভি কামিল্লা বন্দরের ৬নং জেটিতে ভিড়েছে। জাহাজটি ২৯ জুন রাশিয়া থেকে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। কলম্বো হয়ে জাহাজটি মোংলা বন্দরে ভিড়েছে।

তিনি আরও জানান, জাহাজটিতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তিন হাজার ৩২৮ দশমিক ২৩৭ মেট্রিকটন মেশিনারিজ রয়েছে।

রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য মোংলা বন্দরে আমদানি হওয়া মেশিনারিজ পণ্যের শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মের্সাস নুরু এন্ড সন্সের মালিক এইচ এম দুলাল জানান, রাশিয়ার তামারুক বন্দর থেকে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ নিয়ে জাহাজটি মোংলা বন্দরের নোঙ্গর করার পর খালস কাজ শুরু হয়েছে। আগামী বুধবারের মধ্যে জাহাজ থেকে পণ্য খালাস কাজ শেষ হবে। জাহাজটিতে ১৩ জন নাবিক রয়েছে। জাহাজটির শিপিং এজেন্ট কনভেয়ার।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ নিয়ে রাশিয়ান পতাকাবাহী জাহাজ মোংলা বন্দরে ভেড়ে।

এর আগে ২০২১ সালের ১৮ অক্টোবর রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি ফেসকো আলিস’ মোংলা বন্দরে আসে।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...