29 C
Dhaka
Saturday, November 16, 2024

ইভিএমে ভোট হলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত হবে:জাপা

- Advertisement -

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিরুদ্ধে জাতীয় পার্টির অবস্থান আগের মতোই আছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, তারপরও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধরে রাখতে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অংশ নেব। তবে আগামী সংসদ নির্বাচনে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার(৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে দলের প্রার্থীর ওপর হামলা, ওই ঘটনায় মামলা না নেওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরে প্রতিনিধিদলটি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

মুজিবুল হক চুন্নু বলেন, যদিও আমরা ইভিএমে নির্বাচনের পক্ষে না। গাইবান্ধা-৫ উপনির্বাচনটা ইভিএমে হবে। কিন্তু আমাদের পার্টির কালচার হলো নির্বাচন বর্জন না করা। আমরা মনে করি, নির্বাচন বর্জন করলে তা গণতন্ত্রকে ব্যাহত করবে। তাই প্রতিবাদ হিসাবে সংসদীয় আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করছি। সেই নির্বাচনের বিষয় নিয়ে কথা বলতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এসেছিলাম।

তিনি বলেন, ইভিএমের ভোটে সিসিটিভি থাকবে কি না- সে বিষয়ে জানতে চেয়েছি।
এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি দলীয় সিদ্ধান্ত নিয়ে। যদিও আমরা নীতিগতভাবে ইভিএমের নির্বাচনের বিরুদ্ধে। তারপরও যদি এই নির্বাচনটা ফেয়ার করতে পারেন। তাহলে মানুষের কিছুটা আস্থা আসতে পারে। নির্বাচন বিশ্বাসযোগ্য করতে কী কী পদক্ষেপ নেবেন, সে বিষয়ে আমরা তাদের বলেছি।

সংসদের সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে ২৪ জুলাই গাইবান্ধা ৫ সংসদীয় আসন শূন্য হয়৷ ১২ অক্টোবর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে অনেক এমপি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে তাদের প্রার্থীর পক্ষে প্রচার করছেন উল্লেখ করে চুন্নু বলেন, আওয়ামী লীগের লোকজন আমাদের প্রার্থীদের গাড়ি ভাঙচুর করেছে। এগুলো নিরসন করার জন্য এবং জেলা পরিষদ ভোটে সব কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা করার কথা বলেছি। প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। জোর করে ভোট নিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে। যারা এজেন্ট হবে তাদের এলাকায় থাকতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে।

জাপা মহাসচিব জানান, তারা (ইসি) বলেছেন ভয়ভীতির ঊর্ধ্বে থেকে, সৎ থেকে ভালো নির্বাচন দেওয়ার মানসিকতা তাদের আছে। ইচ্ছা আছে। সেই ইচ্ছার প্রতিফলনটা জেলা পরিষদ নির্বাচন এবং গাইবান্ধা ভোটে দেখতে চাই।

১৭ অক্টোবর ৬১ জেলা পরিষদের ভোটগ্রহণ হবে। এবারের জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৭ জন, সংরক্ষিত পদে ১৯ জন, সাধারণ সদস্য পদে ৬৮ জন এবং তিন পদে সব মিলিয়ে ১১৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সরাসরি নজরদারি দেখছি না জানিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের প্রার্থীকে অপমান ও তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ নিয়ে থানা মামলা নেয়নি। সেখানে জিডি করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে সরাসরি হস্তক্ষেপ আমরা দেখছি না।
সিইসি বলেছেন, আচরণবিধি ভঙ্গের বিষয়ে খুবই অনড় ও শক্ত অবস্থানে তারা। এখন পর্যন্ত সংসদের উপনির্বাচনে সিসিটিভি ব্যবহার করার কথা রয়েছে তবে জেলা পরিষদ নির্বাচনে সিসিটিভি ব্যবহারের কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী কমিশন সভায় জেলা পরিষদ নির্বাচনে সিসিটিভির বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সিইসিকে ভালো মানুষ এই বিশ্বাসের কথা জানিয়ে চুন্নু বলেন, তিনি আমাদের আশ্বস্ত করেছেন। কয়েকদিনের মধ্যে ওনারা কী করেন সেটা দেখব।

নির্বাচনী স্বচ্ছতার প্রসঙ্গে তিনি বলেন,বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো নির্বাচন শতভাগ ফেয়ার হয়েছে বলে কেউ বলতে পারবে না। যখন যে দল নির্বাচনে জিতে, তখন তারা বলে নির্বাচন ফেয়ার হয়েছে এবং বাকিরা বলে নির্বাচন ফেয়ার হয়নি। আওয়ামী লীগ ও বিএনপি প্রমাণ করেছে যে, তত্ত্বাবধায়ক সরকারের আমলেও নির্বাচন ফেয়ার হয় না।

তিনি বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা বলছি, বর্তমান সিস্টেমে নির্বাচন ফেয়ার করা সম্ভব না। একমাত্র নির্বাচন সিস্টেম যদি পরিবর্তন করা হয়, যদি আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা করা হয়; তাহলেই শতভাগ ফেয়ার নির্বাচন করা সম্ভব। তবে আমরা চাই বেশির ভাগ নির্বাচন ফেয়ার হোক।

চুন্নু আরও বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। এই পর্যন্ত যত নির্বাচন হয়েছে আমরা সব নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা বিশ্বাস করি, নির্বাচনের কোনো বিকল্প নেই। বর্তমান নির্বাচনব্যবস্থায় আপত্তি থাকা সত্ত্বেও আমরা অংশগ্রহণ করছি। গণতান্ত্রিক পদ্ধতিকে প্রতিষ্ঠিত করতেই আমরা এটা করি।

- Advertisement -
ফেস দ্যা পিপল লাইভ টক শো উইথ সাইফুর সাগর
Video thumbnail
এই উপদেষ্টাদের কাজের গতি শামুকের গতির চেয়েও খারাপ! উ'ত্তে'জিত হয়ে যে মন্তব্য করলেন কৃষকদল নেতা বাবুল
11:09
Video thumbnail
টকশোতে সার্জিস আলমের হুং’কা’র! রাজনৈতিক দলগুলোর মধ্যে দলীয় দলীয় কা’মড়াকা’মড়ি বন্ধ করতে হবে!
08:39
Video thumbnail
এই উপদেষ্টারা থাকলে রাষ্ট্রসংস্কার হবে না! অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ক'ঠো'র মন্তব্য রাশেদ খানের!
12:49
Video thumbnail
সিন্ডিকেটগুলোর শুধুমাত্র হাত বদল হয়েছে! রাজনৈতিক দলগুলোর উপর যে ক'ঠোর অভিযোগ তুললেন সার্জিস আলম
08:06
Video thumbnail
সাইফুর সাগরের সামনেই ফেস দ্যা পিপল নিয়ে যে ক'ঠো'র মন্তব্য করলেন সার্জিস আলম!
06:15
Video thumbnail
অন্তর্বর্তীকালীন সরকার কি ১০/১৫ বছর লাগাতার ক্ষমতায় থাকতে চায়? যা বললেন মুহাম্মদ রাশেদ খাঁন
09:00
Video thumbnail
আমাদের ভাইয়েরা শুধুমাত্র একটি নির্বাচনের জন্য রাস্তায় নামেনি জী'বন দিতে! সার্জিস আলম
10:51
Video thumbnail
১০০ দিনের সরকার, যা চেয়েছি তা পেয়েছি? নির্বাচন ও আওয়ামী রাজনীতির পুনঃবাসন!!
01:32:05
Video thumbnail
বৈষম্য বিরোধী আন্দোলনের দুই পক্ষের সং'ঘ'র্ষ! আ'হ'ত ৫ নিয়ে এ কী বললেন সমন্বয়ক ইসমাইল সম্রাট?
09:41
Video thumbnail
এই সরকারের উপদেষ্টাদের কাছে এ কী দাবি জানালেন সমন্বয়ক আশিকুর রহমান অভি?
09:25

সর্বশেষ

আমাদের সাথে সংযুক্ত হোন

1,600,000FansLike
428FollowersFollow
1,270,000SubscribersSubscribe