সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
Homeজাতীয়ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণে কারচুপির প্রমাণ পায়নি কমিশন: সিইসি

ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণে কারচুপির প্রমাণ পায়নি কমিশন: সিইসি

ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণে কোনো কারচুপির প্রমাণ পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ইভিএমের কারচুপি নিয়ে বক্তব্য চালু আছে, তবে তার কোনো প্রমাণ পায়নি কমিশন।

বুধবার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

এসময়, সব দলের মতামতের ভিত্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, কোন দলের চাওয়া বা কারও বিরোধীতায় নয়, সবার কথা ভেবে কমিশনের নিজস্ব সিদ্ধান্ত ইভিএম ব্যবহার করা হবে। ভোটের বুথের ভেতরে কেউ যদি মাস্তানি না করে, তাহলে এই মেশিনে কারচুপির কোন সুযোগ নেই। তবে ভোট কক্ষের নিশ্চয়তা দিবে কমিশন।

তিনি আরও বলেন, কোনো দলের চাওয়া কিংবা কোনো দলের বিরোধিতা নয়, সুষ্ঠু ভোটের স্বার্থে আগামীর ভোট হবে ইভিএমে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ