পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট গ্রেফতার না করার নির্দেশ দিয়েছে।
ইমরান খানের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেয়।
আবেদনে ইমরান খান বলেন, আগামীকাল আমি নিজেই ইসলামাবাদ দায়রা জজ আদলতে উপস্থিত হবো। তবে এর জন্য গ্রেফতারের নির্দেশ প্রত্যাহার করতে হবে।
এ সময় তিনি ইসলামাবাদ হাইকোর্টকে আজই আবেদনের শুনানির জন্য অনুরোধ জানান। যার প্রেক্ষিতে আদালত তাঁকে গ্রেফতারের আদেশ প্রত্যাহার করে।
এদিকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আরও তিনটি মামলা হয়েছে। ইসলামাবাদ পুলিশ সন্ত্রাসবাদসংক্রান্ত কারণ দেখিয়ে পৃথক মামলা তিনটি করেছে। এসব মামলায় ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিসহ পিটিআই দলের বেশ কিছু কর্মী-সমর্থককে আসামি করা হয়েছে।