16 C
Dhaka
Sunday, December 15, 2024

ইসলামী ব্লগার শফিউর রহমান ফারাবির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

- Advertisement -

এস এম সাইফুল ইসলাম

ইসলাম বিদ্বেষী ব্লগার অভিজিৎ রায় হত্যায় জড়িত থাকার অভিযোগে দীর্ঘ ১১ বছর ধরে কারাগারে থাকা ইসলামী ব্লগার শফিউর রহমান ফারাবিসহ সব নিরপরাধ-নিরীহ কারাবন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৬ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন’ নামের এক সংগঠন।

গতকাল (২৩ নভেম্বর) শুক্রবার বা’দ জুম’আ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মুফতি শফিকুল ইসলাম আব্দুল্লাহ।

বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলন-এর সিনিয়র উপদেষ্টা মুফতী আজহারুল ইসলাম বলেন, “স্বৈরাচার খুনি হাসিনার আমলে নাস্তিকদের সন্তুষ্টির জন্য ইসলামিক ব্লগার শফিউর রহমান ফারাবীকে গ্রেফতার করা হয়। সেইসাথে তাদের উস্কানিতে তাঁকে একাধিক মামলা সহ তাঁর গ্রেফতারের বহুপরে সংঘটিত হত্যা মামলায় তাঁকে পরিকল্পিতভাবে যুক্ত করা হয় এবং তড়িঘড়ি করে সেই হত্যা মামলার উদ্দেশ্য প্রণোদিত ও প্রহসনমূলক রায়ে তাঁকে যাবজ্জীবন দেয়া হয়।

তিনি বলেন, শুধুমাত্র ইসলামের পক্ষে লেখালেখি করার কারণেই তাঁর বিরুদ্ধে এই ঘৃণ্য ষড়যন্ত্র করা হয়েছে। আমরা অনতিবিলম্বে তাঁর মুক্তি চাই এবং তাঁর সকল মামলা প্রত্যাহার চাই।

তিনি আরও বলেন, হাসিনা চলে যাওয়ার পরে হাসিনার করা মিথ্যা মামলায় কোন মাজলুম কারাগারে বন্দি থাকতে পারে না।

এসময় মুফতী আজহারুল ইসলাম কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়ে প্রসিদ্ধ লেখক মুফতী আমিরুল ইসলামসহ কারাবন্দী সকল নিরীহ মাজলুম, ওলামা-তলাবা ও জনসাধারণের মুক্তির দাবী জানান।

সমাবেশে সভাপতির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন একটি অরাজনৈতিক, মানবাধিকার ও সেবামূলক সংগঠন। আমরা ছয় দফা দাবি আদায়ে এবং নিরীহ মাজলুম কারাবন্দীদের মুক্ত করতে নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছি। অনতিবিলম্বে মজলুম ফারাবি সহ সকল নিরীহ মাজলুমদের মুক্তি দিয়ে ছয় দফা দাবি বাস্তবায়ন করতে হবে। নতুবা সারা দেশব্যাপী আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন আরো বেগবানভাবে চলতে থাকবে।

তিনি আরও বলেন, আমাদের ছাত্র ভাইয়েরা জীবন দিয়ে ফ্যাসিবাদ ও স্বৈরাচারমুক্ত বৈষম্যহীন স্বাধীন বাংলাদেশ গঠন করেছেন। এমতাবস্থায় আমরা লক্ষ করছি, আদালত কর্তৃক বিশেষ কিছু দলের লোকদের জামিন দিলেও আওয়ামী সরকারের বিরুদ্ধে প্রতিবাদমূলক বক্তব্য দেয়ার কারণে যে সকল নিরীহ, নির্দলীয় মাজলুম অসহায় আলেম-ওলামা ও জনসাধারণকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিলো তাদেরকে আদালত জামিন দেয়ার ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করছে। তাছাড়া যারা এখনো কারাগারে বন্দি রয়েছে তাঁরাও কখনো কখনো মৌলিক অধিকার পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের স্বীকার এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমরা নিরীহ মজালুম বন্দিদের দ্রুত জামিন ও কারাবন্দীদের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট ৬দফা দাবি তুলে ধরছি। ৬দফা দাবী-

১। আওয়ামী দুঃশাসনে ‘সন্ত্রাস-বিরোধী আইন-২০০৯’ নামক কালো আইনে এবং অন্যায় ভাবে আটকৃত সকল নিরপরাধ মজলুম কারাবন্দীদের দ্রুত মুক্তি দিতে হবে। আদালত কর্তৃক জামিন ও বিচারের ক্ষেত্রে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বন্দীদের ক্ষেত্রে বৈষম্যহীন আচরণ করতে হবে।

২। ‘সন্ত্রাস-বিরোধী আইন ২০০৯’ নামক কালো আইন অনতিবিলম্বে বাতিল করতে হবে।

৩। আওয়ামী সরকার কর্তৃক দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দিতে হবে। দেশের সকল গুমখানা বা আয়নাঘরগুলো খুঁজে বের করে প্রকাশ্যে আনতে হবে। তাছাড়া খুনি হাসিনা পতনের পরদিন সকালে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা কর্তৃক যে নারকীয় হত্যাকান্ড চালানো হয়েছে সে জন্য তাকেও সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

৪। রাষ্ট্র কর্তৃক কোনো অপরাধীকে গুম অথবা ক্রসফায়ার দেয়া যাবে না। আদালতের ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা যাবে না। বিগত দিনে যারা গুম ও ক্রসফায়ারের সাথে জড়িত ছিলো তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।

৫। ২০১৩ সালের হেফাজতে ইসলামের আন্দোলন থেকে নিয়ে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পর্যন্ত বিভিন্ন আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছেন তাঁদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।

৬। কারাগারের সকল বন্দীদের জন্য বৈষম্যহীনভাবে মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ফ্রান্স, মেক্সিকো, জার্মানি প্রভৃতি দেশের মতো বন্দিদশায় প্রত্যেক বন্দীকে মাসে অন্ততঃ একবার হলেও তাদের স্ত্রীদের সাথে কমপক্ষে ৩ ঘণ্টা একান্তে সময় কাটানোর সুযোগ দিতে হবে।

বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মুফতী সাইফুল ইসলাম এর সঞ্চালনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, প্রকাশক মাওলানা ইসহাক খান, আলতাফ হোসেন, ইউসুফ হোসাইন, জিহাদুল ইসলাম, মোহাম্মদ বাইজিদ খান, সুলতান নাঈম, মুফতী আলমগীর হোসাইন ও মুফতি জাহিদুল ইসলাম প্রমুখ।

- Advertisement -
ফেস দ্যা পিপল লাইভ টক শো উইথ সাইফুর সাগর
Video thumbnail
ভা'র'তের মো'দি আন্তর্জাতিক স’ন্ত্রা'সী, যেভাবে বাংলাদেশের রাজনীতি ধ্বং'স করেছে: ড. ফয়জুল্লাহ
12:12
Video thumbnail
প্রতিযোগিতামূলক রাজনীতি চাই ,প্রতিদ্বন্দ্বিতামূলক নয় : রায়হান আলী.
04:34
Video thumbnail
ভা'রতকে অ'প্রচা'রের তথ্য যারা পাঠায়, এবার প্রকা'শ্যে বলে দিলেন হিন্দু নেতা গৌবিন্দ চন্দ্র প্রামাণিক
09:59
Video thumbnail
হাসিনাই গু'মে'র প্রধান নির্দেশদাতা! তদন্ত প্রতিবেদনে উঠে এলো সকল তথ্য
02:51
Video thumbnail
হিন্দুদের নিয়ে রাজনৈতিক খেলা? ভারতের শেষ কার্ড ব্যর্থ?
01:44:02
Video thumbnail
হেলাল হাফিজ তার কবিতার মাধ্যমে সাহিত্যপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
02:39
Video thumbnail
কারাগারে বদলে গেছে ব্যারিস্টার সুমনের জীবন: ৫ ওয়াক্ত নামাজ আর সংবাদপত্র পরেই দিন পারছেন।
02:38
Video thumbnail
ভ'য়'ঙ্ক'র রূপ বের হলো পুলিশ কর্মকর্তার! দো'স'ররা এখনো নিয়ন্ত্রণ করছে ডিএমপি! বিশেষ প্রতিবেদন
09:09
Video thumbnail
যু'দ্ধ অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের এখন দরকার আন্তর্জাতিক মিডিয়া, দর্শক পর্বে উ'ত্তে'জ'নাকর প্রশ্ন
13:16
Video thumbnail
রাখাইনের মংডু দ*খ*লে আ*রা *কা*ন আর্মি: সীমান্তে উ *ত্তে *জ না, নাফ নদীতে নি *ষে (ধা জ্ঞা"
02:28

সর্বশেষ

আমাদের সাথে সংযুক্ত হোন

1,600,000FansLike
428FollowersFollow
1,270,000SubscribersSubscribe