দেশের আকাশে হিজরি ১৪৪৩ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আগামী ১০ জুলাই রবিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
বৃহস্পতিবার(৩০ জুন) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ধর্মীয় হিসেব অনুযায়ী, প্রতিবছরই জিলহজ মাসের ১০ তারিখ ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপন করেন। এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৯ জুলাই(১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে। হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই।