28 C
Dhaka
Sunday, September 8, 2024

ঈদের আগে দোকানপাট খোলা রাখার নতুন সময়সীমা

ডেস্ক রিপোর্ট:

বিদ্যুৎ ও জ্বালানির অপচয় রোদে রাত ৮ টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা থাকলেও আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দোকানপাট, মার্কেট, বিপণিবিতান খোলা ও বন্ধের সময়সীমায় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত দোকানপাট বন্ধের সময় রাত ৮টা থেকে বাড়িয়ে রাত ১০টা করা হয়েছে।

বুধবার (২২ জুন) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
এতে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১১৪ এর ৪ উপধারার ক্ষমতাবলে একই আইনের ৩ উপধারার পরিবর্তে সাময়িক এ পরিবর্তন আনা হয়েছে।

গত ১৯ জুন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে শ্রম মন্ত্রণালয়ে ঢাকা সিটি করপোরেশন উত্তর/দক্ষিণ, এফবিসিসিআই, বাংলাদেশ দোকান মালিক সমিতিসহ বিভিন্ন মালিক সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দোকানপাট, মার্কেট, বিপণিবিতান রাত ৮টায় বন্ধের সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।

এ বৈঠকে গত ২০ জুন থেকে সারা দেশে এ সিদ্ধান্ত কার্যকর হয়। এরপরই ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ দোকান মালিক সমিতি ঈদুল আজহা উপলক্ষে সময়সীমা বাড়ানোর অনুরোধ জানালে এর প্রেক্ষিতে ৩ দিন পর দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের বিষয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালো শ্রম মন্ত্রণালয়।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...