back to top
25 C
Dhaka
Saturday, October 5, 2024

ঈদ কেন্দ্র করে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ঈদের ৭ দিন মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন এই সাত দিন মোটরসাইকেলে এক জেলা থেকে আরেক জেলায় যাওয়া যাবে না।

এ সময় মহাসড়কেও কোনো প্রকার রাইড শেয়ারিং করা যাবে না।

আজ রবিবার বিকালে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এ কথা জানিয়েছেন।

সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী বলেন, কোনও জরুরি কারণে মোটরসাইকেলে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে তা পুলিশকে জানাতে হবে। পুলিশের অনুমতি সাপেক্ষে এক জেলার অন্য জেলায় মোটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে।

তিনি আরও জানান, এই সিদ্ধান্তের বাইরে ঢাকার মোটরসাইকেল ঢাকায় চালাতে হবে। চট্টগ্রামের মোটরসাইকেল চট্টগ্রামে এবং বরিশালের মোটরসাইকেল বরিশালে চালাতে হবে।

সড়ক পরিবহন সচিব বলেন, অবিলম্বে এসব সিদ্ধান্ত অনুযায়ী পরিপত্র জারি করা হবে।

সম্পর্কিত খবর

আমাদের সাথে সংযুক্ত হোন

0FansLike
3,905FollowersFollow
0SubscribersSubscribe

সর্বশেষ