28 C
Dhaka
Sunday, September 8, 2024

একুশে পদক বিজয়ী বিচারপতি কাজী এবাদুল হক আর নেই

ডেস্ক রিপোর্ট:

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও ভাষা আন্দোলনের কর্মী কাজী এবাদুল হক বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

আপিল বিভাগের সাবেক এই বিচারপতির মৃত্যুতে শুক্রবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও আইনমন্ত্রী আনিসুল হক শোক প্রকাশ করেছেন।

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এবাদুল হক ১৯৩৬ সালের ১ জানুয়ারি ফেনীতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য ফেনী শহরে ভাষা আন্দোলন সংগঠিত করতে সক্রিয় ভূমিকা পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি লাভ করে ফেনীতে আইন পেশায় প্রবেশ করেন এবং ১৯৬৬ সালে ঢাকার হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে নথিভুক্ত হন।

এবাদুল হক ১৯৯০ সালে হাইকোর্ট বিভাগের বিচারপতি হন এবং বাংলায় রায় প্রদান করে এক অন্যন্য নজির স্থাপন করেন।

১০ বছর হাইকোর্ট বিভাগে থাকার পর তিনি আপিল বিভাগে নিয়োগ পান। কিন্তু এক বছর পর সে বেঞ্চ থেকে অবসর নেন তিনি।

ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০১৬ সালে এবাদুল হক একুশে পদকে ভূষিত হন।

তার মেয়ে কাজী জিনাত হক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...