35 C
Dhaka
Sunday, September 22, 2024

এখনো সময় আছে ১০ দফা দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

রাজশাহীতে গতকাল অনুষ্ঠিত আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নাকি পালায় না। এক-এগারোতে গ্রেফতার হওয়ার পর কারা দেশ থেকে পালিয়েছিল, দেশের মানুষ সব জানে। কিন্তু ওই সময় পালাননি একজন, বেগম খালেদা জিয়া।

সোমবার (৩০ জানুয়ারি) দলীয় ১০ দফা দাবিতে চলমান পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব এমনটা জানান।

বিএনপি মহাসচিব বলেন, এক-এগারোর সময় খালেদা জিয়া পরিষ্কার বলেছিলেন, বিদেশে আমার কোনো জায়গা নেই। এই দেশ আমার, এই মাটি আমার। আমার জন্ম এখানে, মরলেও এখানে মরবো। এই দেশের মানুষ সব জানে। কে কখন কোথায় পালায়, কেমন করে পালায় সবাই জানে।

আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, কোন দিকে পালাবে তুমি? কোনো দিকে পালাবার পথ নেই, উত্তরে সুউচ্চ পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর, কোন দিকে পালাবে তুমি? তাই বলছি, এখনো সময় আছে আমাদের ১০ দফা দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন। সংসদ বাতিল করুন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আসুন। নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিন।

তার ভাষ্য, আওয়ামী লীগ প্রতিদিন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তারা এখন প্রমাদ গুনছেন। দশ টাকা কেজি চাল খাওয়াবে বলেছিল, এখন কত খাচ্ছেন? ডালের দাম কত, লবনের দাম কত, আটার দাম কতো? পুরান ঢাকাসহ সারাদেশে গ্যাস নেই। সব খেয়ে ফেলেছে। বিদ্যুতের দাম বাড়িয়েছে।

তিনি বলেন, প্রতিটি দ্রব্যের মূল্য বাড়িয়েছে। দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের পকেট কাটছে। আর সেই টাকা তারা লুট করে বিদেশে পাচার করছে।

চলমান কর্মসূচির বিষয়ে মির্জা ফখরুল বলেন, আজকের পদযাত্রা গণতন্ত্রের জয়যাত্রা, সভ্যতার জয়যাত্রা, অধিকার আদায়ের জয়যাত্রা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার জয়যাত্রা।

এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে প্রতিরোধ গড়ে উঠবে। এই যাত্রার মধ্যে দিয়েই আমরা চূড়ান্ত বিজয় অর্জন করবো বলেও জানান বিএনপি মহাসচিব।  

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...