33 C
Dhaka
Saturday, July 27, 2024

এরদোগানকে যে উপদেশ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি

ডেস্ক রিপোর্ট:

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির সঙ্গে দেখা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান। সোমবার বিকেলে ইরান যান এরদোগান, এর একদিন পর মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতার সাথে দেখা করেন তুর্কি প্রেসিডেন্ট।

এসময় প্রেসিডেন্ট এরদোগানকে সিরিয়ায় নতুন করে কোনো সামরিক অভিযান না চালানোর উপদেশ দেন ইরানের ধর্মীয় নেতা খামেনি ।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার্কিস প্রেসিডেন্ট এরদোগানকে মঙ্গলবার খামেনির কাছে নিয়ে যান।

উল্লেখ্য, গত ২৪ মে তুরস্কের প্রেসিডেন্ট ঘোষণা দেন, তুরস্কের সীমান্তের সঙ্গে লাগোয়া সিরিয়ার মানবিজ এবং  তেল রিফাতে সামরিক অভিযান চালাবেন তিনি। সেখানে থাকা কুর্দি জঙ্গিদের সরিয়ে দিতে এ অভিযান পরিচালনা করা হবে।

কিন্তু ইরানের ধর্মীয় নেতা এরদোগানকে অভিযানটি না চালানোর জন্য উপদেশ দিয়েছেন।

আয়াতুল্লাহ খামেনি এরদোগানকে বলেন, নতুন এই সামরিক অভিযান সিরিয়া, তুরস্ক এবং এ অঞ্চলের ক্ষতি করবে। তিনি বলেন, নতুন সামরিক অভিযান একটি জঙ্গি গোষ্ঠিকে উল্টো আরও সহায়তা করবে।

খামেনি এরদোগানকে নিশ্চয়তা দিয়েছেন, ইরান মনে করে তুরস্কের সীমান্ত নিরাপত্তা মানে তাদের নিরাপত্তা। তাই সিরিয়ায় সেসব সমস্যা আছে সেগুলো যেন কূটনৈতিকভাবে সমাধান করার ব্যবস্থা নেওয়া হয়।

গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এরদোগান খামেনিকে বলেছেন,  জঙ্গি গোষ্ঠিদের সহায়তা করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো।

এদিকে তুরস্ক যেসব কুর্দিদের জঙ্গি হিসেবে আখ্যায়িত করে থাকে তাদের সঙ্গে আবার ভালো সম্পর্ক রয়েছে সিরিয়ার সরকারের। অন্যদিকে সিরিয়ার সরকারের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে ইরানের। ফলে  ইরান চাচ্ছে তুরস্ক যেন কোনো সামরিক অভিযান না চালায়।

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...

কোটা আন্দোলন: ঢাকায় গুলিবিদ্ধ ৩ আন্দোলনকারী, সারাদেশে নিহত ৬  

কোটা সংস্কারের দাবিতে রাজধানীসহ উত্তাল সমগ্র দেশ। এ আন্দোলনে রাজধানীর চানখারপুল এলাকায় স্থানীয় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারীদের তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল...

সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ

ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দূর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ শুক্রবার(৫ জুলাই) সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন...