বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজে হারের শোধ টি-টোয়েন্টিতে নিল টাইগাররা। বাংলাদেশে এসে টি-টোয়ান্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েই ফিরতে হচ্ছে বাটলারদের। ৩-০ ব্যবধানে স্বাগতিক বাংলাদেশ হারিয়েছে বিশ্বকাপ শেষে প্রথম সিরিজ শুরু করা ইংল্যান্ডকে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ খেলায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৫৮ রানের লক্ষমাত্রা নির্ধারণ করে স্বাগতিক বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে এ সংগ্রহ দাঁড় করায় সাকিবরা।
এ সংগ্রহে দলের হয়ে ৫৭ বলে ১০টি চার আর এক ছক্কার কৃতিত্বে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন ওপেনার লিটন দাস। ৩৬ বলে দুটি ছক্কা আর এক চারের সাহায্যে ৪৭ রানের অনবদ্য ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত।
এছাড়া ২২ বলে তিন বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে ফেরেন ওপেনার রনি তালুকদার। ৬ বলে ৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সাকিব।
বিপরীতে ডেভিড মালানের ৪৭ বলে ৫৩ রান কিংবা জস বাটলারের ৩১ বলে ৪০ রানের ইনিংস গিয়ে থামে ১৪২ রানে।