30 C
Dhaka
Saturday, July 27, 2024

ওয়েস্ট ইন্ডিজে জয়ের দেখা পেল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারের পর অবশেষে প্রথম ওয়ানডেতে জয় পেল বাংলাদেশ। রবিবার রাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।

এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বৃষ্টির কারণে খেলা শুরু হয় পৌনে ১২টায়। ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪১ ওভার।

বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিক দলের ব্যাটাররা শুরুতেই চাপে পড়ে যায়। ইনিংসের দ্বিতীয় ওভারে শাই হোপকে কোনো রান করার আগেই সাজঘরে ফিরিয়ে শুভ সূচনা করেন মুস্তাফিজুর রহমান। শরীফুল ৩৪ রানে চার এবং মেহেদী হাসান ৩৬ রানে তিন উইকেট শিকার করেন। নাসুম ও তাসকিন উইকেট না পেলেও স্বাগতিক ব্যাটারদের যথেষ্ট ভুগিয়েছেন।

শেষ পর্যন্ত ৯ উইকেটে ৪১ ওভারে ১৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে লিটন দাসকে হারালেও তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিং জয়ের পথ দেখায় বাংলাদেশকে। তামিম ২৫ বলে ৩৩ এবং নাজমুল ৪৬ বলে ৩৭ রান করে সাজঘরে ফিরেন। এরপর মাহমুদউল্লাহ নুরুল হাসানকে নিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। মাঝে আফিফ হোসেন ১৭ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফিরেন। রিয়াদ ৪১ রান এবং সোহান ২০ রানে অপরাজিত থাকেন।

আগামী ১৩ এবং ১৬ জুলাই দু’দলের মধ্যে সিরিজের বাকি দুটি ম্যাচ হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...

কোটা আন্দোলন: ঢাকায় গুলিবিদ্ধ ৩ আন্দোলনকারী, সারাদেশে নিহত ৬  

কোটা সংস্কারের দাবিতে রাজধানীসহ উত্তাল সমগ্র দেশ। এ আন্দোলনে রাজধানীর চানখারপুল এলাকায় স্থানীয় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারীদের তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল...

সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ

ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দূর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ শুক্রবার(৫ জুলাই) সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন...