সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে করা আপত্তিকর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বিবৃতিতে কটুক্তির ওই প্রতিবাদ জানায় মস্কো। ক্রেমলিন জানিয়েছে, রুশ প্রেসিডেন্টকে গালি দিয়ে নিজের দেশকেই অপদস্থ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ক্রেমলিনের অভিযোগ, ‘হলিউড কাউবয়’এর মতো হাবভাব দেখানোর চেষ্টা করেছেন বাইডেন। তবে, তাতে ব্যর্থ হয়েছেন তিনি।
এর আগে গত বুধবার, সান ফ্রান্সিসকোতে তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে বিশ্বে পারমাণবিক সংঘাতের ঝুঁকি নিয়ে সতর্ক করেন তিনি। এসময় পুতিনকে গালি দেন বাইডেন।
ক্রেমলিনের বিবৃতিতে অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘পুতিনের মতো উন্মাদের জন্যই ঝুঁকিতে রয়েছে বিশ্ব’।
এদিকে ‘পাগলা কুত্তার বাচ্চা’ বলে গালি দেওয়ার পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসাই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্যঙ্গ হাসি দিয়ে তিনি বলেন, এ জন্যই যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের চেয়ে বাইডেনকে তার বেশি পছন্দ।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রশ্ন করা হলে পুতিন ব্যঙ্গ হাসি দিয়ে বলেন, “আমরা যে কোনও প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে আমাদের জন্য, আমি বিশ্বাস করি, বাইডেনই রাশিয়ার জন্য বেশি পছন্দসই প্রেসিডেন্ট। আর তিনি সদ্যই যা বলেছেন, তা পরখ করে দেখলে বলা যায়, আমি একেবারে সঠিক।”