মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

কঠিন সময়ে মায়ামি কেমন, এবার বুঝবেন মেসি

স্পোর্টস ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

সময় সবদিন একই যায় না, এটি আবারও প্রমাণ করল ইন্টার মায়ামি।২০২৩ সালে যুক্তরাষ্ট্রের এই ক্লাবে যোগ দেন লিওনেল মেসি, এরপর ক্লাবটি নতুন করে উড়ন্ত সূচনা করেছিল। তবে এবার বাজে সময়ের বৃত্তে আটকা পড়েছে লিওনেল মেসি ও তাঁর দল ইন্টার মায়ামি। সর্বশেষ ৭ ম্যাচের ৬ টিতেই  জিততে পারল না দলটি, যেখানে হেরেছে ৫টিতেই। সবশেষ আজ মেজর লিগ সকারের (এমএলএস) শহরপ্রতিযোগী অরল্যান্ডো সিটির কাছে ৩-০ গোলে উড়ে গেছেন মেসি-সুয়ারেজরা।  ফ্লোরিডা ডার্বির ম্যাচের ৭৫ মিনিটের মাথায় মেসি পায় একটি হলুদ কার্ড, আর এটি  ম্যাচ শেষে মেসির ছিল একমাত্র প্রাপ্তি।

ম্যাচ শেষে মেসি বলেন, ইন্টার মায়ামি দল হিসেবে কেমন, সেটা এবার বোঝা যাবে। কারণ সময় এখন পক্ষে নেই।

ঘরের মাঠে আজ বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি মায়ামি। ৬৫ শতাংশ বলের দখল রাখা মায়ামি ২১টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র ৪টি। অন্য দিকে মাত্র ৩৫ শতাংশ বলের দখল রেখে ১৬ শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখে অরল্যান্ডো সিটি। যার মধ্যে ৩টিকেই গোলে রূপান্তরিত করে তাঁরা। ম্যাচের ৪৩ মিনিটে প্রথম গোলটি আদায় করে নেন লুইস মুরিয়েল। বিরতির পর ৫৩ মিনিটে মার্কো পাসালিক করেন ম্যাচের দ্বিতীয় গোল। আর যোগ করা সময়ে মেসিদের হতাশা বাড়িয়ে তৃতীয় গোলটি করেন দাগুর দন থরহালসন।

৩-০ গোলের হারের পর ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ৬ নম্বরে নেমে গেছে ইন্টার মাায়ামি। ১৩ ম্যাচ খেলে ৬ জয়, ৪ ড্র ও ৩ হার মায়ামির। অন্য দিকে এক ম্যাচ বেশি খেলে ২৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে উঠে এল অরল্যান্ডো সিটি।

তবে এই ম্যাচে আক্রমণের তেমন কোনো ধার ছিল না মেসি-সুয়ারেজদের। কিছু সুযোগ তৈরি করলেও সেসব গোল করার জন্য একেবারেই যথেষ্ট ছিল না। আক্রমণভাগের ব্যর্থতার ছাপ এসে পড়ে দলের রক্ষণেও। সমন্বয়হীনতার কারণে অরল্যান্ডোর আক্রমণের মুখে বারবার ভেঙে পড়েছে তারা। যা শেষ পর্যন্ত কারণ হয়েছে বড় হারের।

হারের পর দলের ব্যর্থতা নিয়ে অ্যাপল টিভির সঙ্গে কথা বলেছেন মেসি। সময়টা ‘কঠিন’ উল্লেখ করে মেসি বলেছেন, ‘এখন সত্যিই বুঝতে পারব যে, কঠিন সময়ে আমরা দল হিসেবে কেমন। কারণ সব যখন ঠিকঠাক চলে তখন সবকিছু সহজ হয়। আর যখন কঠিন সময় আসে, তখন আমাদের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হয়। পাশাপাশি একটি দল হিসেবে খেলতে হয় এবং নিজেদের একসঙ্গে টেনে তুলতে হয়।’

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

“রক্তের বিনিময়ে ফিরে পেয়েছি প্রকৃত স্বাধীনতা”

রাজশাহী প্রতিনিধি: ছাত্রজনতার ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশের প্রকৃত স্বাধীনতা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ড. মাওলানা কেরামত আলী।...

শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি চাইলেন খালেদা জিয়া

জুলাই গণঅভ্যুত্থানের সময়সহ আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের তালিকা প্রস্তুত করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা...

পালিয়ে যাওয়ার অপরাধে পুলিশের ৩ উচ্চপদস্থ কর্মকর্তা বরখাস্ত

কর্মস্থল থেকে ‘পালানোর’ অভিযোগে এক উপমহাপরিদর্শকসহ (ডিআইজি) পুলিশের আরো তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন— চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি...

নির্বাচনের সময় নিয়ে নতুন তথ্য দিলেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিল—এই দুই সময় ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যথাসময়ে নির্বাচনের তারিখ এবং...

সম্পর্কিত নিউজ

“রক্তের বিনিময়ে ফিরে পেয়েছি প্রকৃত স্বাধীনতা”

রাজশাহী প্রতিনিধি: ছাত্রজনতার ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশের প্রকৃত স্বাধীনতা ফিরে এসেছে বলে মন্তব্য...

শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি চাইলেন খালেদা জিয়া

জুলাই গণঅভ্যুত্থানের সময়সহ আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার...

পালিয়ে যাওয়ার অপরাধে পুলিশের ৩ উচ্চপদস্থ কর্মকর্তা বরখাস্ত

কর্মস্থল থেকে ‘পালানোর’ অভিযোগে এক উপমহাপরিদর্শকসহ (ডিআইজি) পুলিশের আরো তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা...