বাংলাদেশে হিরো আলমকে নিয়ে আলোচনা-সমালোচনা সমানতালেই চলে। দেশে তাকে নিয়ে তর্ক-বিতর্ক চললেও এবার এসবের উর্ধ্বে গিয়ে কলকাতা থেকে তিনি পেয়েছেন একটি সম্মাননা।
ব্যক্তিজীবনে অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো, আবৃত্তিসহ অনেক কিছুই করেছেন তিনি। নানা বাধার পরও থেমে থাকেনি তার কাজ। ছুটেছেন নিজের শক্তিতে। তাই তো আজ হিরো আলমের নাম এখন শুধু দেশেই নয়, দেশের বাইরেও বেশ পরিচিত। তাকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও লিখেছে এবং কথা বলেছে। কলকাতা তাকে তাই ‘সেরা পুরুষ’র সম্মাননা দিয়েছে।
‘আন্তর্জাতিক পুরুষ দিবস’ উপলক্ষে গত ১৯ নভেম্বর তাকে সম্মাননা দেন পুরুষ অধিকার কর্মীরা।
সংগঠনটির এক সদস্য সৈকত ভট্টাচার্য জানান, প্রথাগত সৌন্দর্যের ধারণার বাইরে গিয়েও যে হিরো হওয়া যায় তা তিনি দেখিয়ে দিয়েছেন। সেই আসল পুরুষ, সেই আসল বিপ্লবী।
‘সেরা পুরুষ’র সম্মাননা পেয়ে দারুণ খুশি হিরো আলম।
হিরো আলম বলেন, ওপার বাংলায় এমন একটি সম্মাননা পেয়ে বেশ ভালো লাগছে। দর্শকদের ভালোবাসার কারণেই আমি এতদূর আসতে পেরেছি। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকবেন।