মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

কলেজে ভর্তি না হয়েই ছাত্রদলের সভাপতি, আর ছাত্রত্ব নেই সম্পাদকের

-বিজ্ঞাপণ-spot_img

কলেজে ভর্তি না হয়েও হয়েছেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আর ছাত্রত্ব না থেকেও পেয়েছেন সাধারণ সম্পাদকের পদ। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর কবিরহাট উপজেলার কবির হাট সরকারি কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটিতে।


গত ২৩ মার্চ কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি হন সাইফুল ইসলাম আকাশ। আর সাধারণ সম্পাদক হন নুরুল ইসলাম শাহিন। জানা যায় সাইফুল ইসলাম আকাশ এইচএসসিতে অটো পাসের পর স্নাতকে কোথাও ভর্তিই হননি। অপরদিকে নরুল ইসলাম শাহিনের সেই কলেজে ছাত্রত্বই নেই।

এই কমিটি ঘোষণার পর ইতিমধ্যেই ছাত্রদলের একাংশ অবৈধ কমিটি ও পকেট কমিটি বলে প্রতিবাদ সমাবেশ করেছেন। এছাড়া— ত্যাগি নেতাদের মূল্যায়ন না করার কারণে উত্তাল হয়ে উঠে কলেজটি। কেউ কেউ আবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের বিরুদ্ধে জুতা মিছিলও করে।
এছাড়াও এই অবৈধ কমিটিকে বাতিল করার আহ্বান জানান তারা।

এদিকে এর আগে গত ১০ এপ্রিল— নোয়াখালীর কবিরহাটে এসএসসি পরীক্ষা চলাকালে ছাত্রীদের কক্ষে প্রবেশ করে অসৎ সহযোগিতার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি সাইফুল ইসলাম আকাশের বিরুদ্ধে।
এছাড়া সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সাাথে জড়িত থাকার কারনে সাইফুল ইসলাম আকাশকে শোকজও করেছিলেন ছাত্রদলের কেন্দ্রীয়ও নির্বাহী সংসদ।

একটি সুত্রের মাধ্যমে জানা যায়, নবগঠিত কমিটির সভাপতি সাইফুল ইসলাম আকাশ ২০২০ সালে এইচএসসিতে অটো পাস করেন। তারপর থেকে এই পর্যন্ত তিনি স্নাতকে ভর্তি হননি।

অন্যদিকে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহিন ২০১৮-১৯ সেশনে স্নাতকে ভর্তি হয়েছিলেন। তবে তার পর থেকে তিনি পড়াশোনায় অনিয়মিত এবং ছাত্রত্বহীন হয়ে পড়েন বলে জানা যায়।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রদল নেতা–কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন ছাত্রত্বহীন কবির হাট সরকারি কলেজ ছাত্রদলের কমিটি। এ ছাড়া আরও বলেন এ কমিটিতে ছাত্রলীগ কর্মীদের দিয়ে কমিটি করা হয়েছে। আমরা আগেও এই কমিটিকে অবৈধ বলে ঘোষণা দিয়েছি, এখনও অবৈধই বলে যাব। যাদের সঙ্গে শিক্ষার কোন সম্পর্ক নেই, তারা কীভাবে কলেজ ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক হয়। সেজন্য তারা ছাত্রত্বহীন ছাত্রদলের এ কমিটি বাতিল করার আহবান জানান।

এই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম আকাশের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

একই বিষয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ছাত্রত্ব আছে তবে সভাপতির নেই।’ পরে তার কাছে ছাত্রত্বের কাগজ পত্র চাইলে তিনি পাঠাবেন বলে জানান। কিন্তু পরে যোগাযোগ করা হলে তাকে আর পাওয়া যায়নি।

এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য— কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বর্তমানে কবির হাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক তাদের দুজনেরই ছাত্রত্ব নেই।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

রাজাকার স্লোগানে ঢাবি কাঁপালেন উপদেষ্টা আসিফ মাহমুদ 

ঢাবি প্রতিনিধি ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল রাজাকার স্লোগান। ১৪ জুলাইয়ের সেই ঐতিহাসিক রাজাকার স্লোগানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজাকার স্লোগান দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী...

পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি বন্ধ করে ফেনীতে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে: মঞ্জু

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি এবং সঠিকভাবে মেরামতকাজ না করায় একই স্থানে বারবার বেড়িবাঁধ ভাঙছে।...

যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে শুল্কহার ‘শূন্য’ করতে চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে যৌক্তিক শুল্ক হিসেবে ‘শূন্য’ শুল্ক নির্ধারণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।সোমবার (১৪ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মার্কিন...

ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে শাকিব খান, ভক্তদের কৌতূহলে জল্পনা হলিউড যাত্রা নিয়ে

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান আবারও দেশ ছেড়েছেন। তবে এবার শুধু ভ্রমণ নয়, তার এই সফর ঘিরে রয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রায় ১৪ হাজার...

সম্পর্কিত নিউজ

রাজাকার স্লোগানে ঢাবি কাঁপালেন উপদেষ্টা আসিফ মাহমুদ 

ঢাবি প্রতিনিধি ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল রাজাকার স্লোগান। ১৪ জুলাইয়ের সেই ঐতিহাসিক...

পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি বন্ধ করে ফেনীতে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে: মঞ্জু

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি...

যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে শুল্কহার ‘শূন্য’ করতে চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে যৌক্তিক শুল্ক হিসেবে ‘শূন্য’ শুল্ক নির্ধারণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন...