দীর্ঘ এক দশকের প্রস্তুতি পর্ব সেরে ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছে কাতার। রবিবার শুরু হতে যাওয়া এ আসরকে ঘিরে মদ ও বিয়ার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। কাতারের আয়োজক কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) টানা কয়েক মাসের বিতর্ক শেষে এ সিদ্ধান্তের দিকেই এগিয়েছে ফিফা।
বিশ্বকাপ ২০২২ ফুটবল বিশ্বকাপের আট ভেন্যুতেই বিয়ার বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। আজ শুক্রবার এক বিবৃতিতে ফিফা এ তথ্য জানিয়েছে।
হুট করেই কেন এমন সিদ্ধান্ত সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
বিবৃতিতে ফিফা বলেছে, ফিফা ফ্যান ফেস্টিভ্যাল, সমর্থকদের অন্যান্য গন্তব্য ও লাইসেন্সপ্রাপ্ত জায়গায় অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রির দিকে নজর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০২২ সালে কাতারের ফিফা বিশ্বকাপের স্টেডিয়াম এলাকা থেকে বিয়ার বিক্রির জায়গা সরিয়ে নেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, স্টেডিয়ামের ভেতরে যাতে কেউ অস্বস্তিতে না থাকে, এ কারণে কাতারিদের এমন সিদ্ধান্ত। কাউকে মদ্যপান করতে দেখলে বা কেউ মাতলামি করলে, সে পরিবেশ থাকবে না বলে মনে করে দেশটি।
আয়োজকদের ভাষ্যমতে, বিশ্বকাপে বেশির ভাগ দর্শক এশিয়ান ও মধ্যপ্রাচের দেশগুলো থেকে আসবে। যাদের সংস্কৃতিতে মদ্যপান সেভাবে নেই।
কাতারের ডেলিভারি ও লিগ্যাসি সংক্রান্ত সুপ্রিম কমিটি প্রতিশ্রুতি দিয়েছিল, স্টেডিয়াম এবং অন্যান্য আতিথেয়তা ভেন্যুগুলোর বাইরে নির্ধারিত ‘ফ্যান জোনে’ অ্যালকোহল পাওয়া যাবে। এছাড়া অন্য কোথাও মিলবে না।
সে হিসেবে বিশ্বকাপের আটটি স্টেডিয়ামে এখন শুধু ভিআইপি স্যুটে বিয়ার পাওয়া যাবে, যেখানে মোটা অঙ্কের অর্থ খরচা করতে হয়। অ্যালকোহল মিলবে নির্দিষ্ট কিছু ফ্যান জোনে। এ ছাড়া ৩৫টির মতো হোটেল ও বার আছে সেখানে।
ফিফা জানিয়েছে, স্টেডিয়ামে অ্যালকোহলমুক্ত বাডজিরো ও কোকাকোলার মতো পানীয়ও পাওয়া যাবে।