বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

কারামুক্তির পরই সুখবর পেলেন নোবেল!

বিনোদন ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

‘ধর্ষণ ও মারধরের’ অভিযোগে ডেমরা থানায় দায়েরকৃত মামলায় কারাভোগ এবং কারাগারেই বিয়ে, গত কয়দিনে এসব ঘটনা ঘটেছে আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলের সাথে এরপর জামিনে কারামুক্তি পেয়েছেন। সাথে সাথেই শুনলেন এক সুখবর। যেই ইডেন তরুণীকে ঘিরে এত আলোচনা তার ঘরেই আসছে নোবেলের সন্তান।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহাবুব শুনানি শেষে তাকে কারামুক্তির আদেশ দেন। এই মামলার বাদীকে কারাগারে বসেই বিয়ে করার পাঁচ দিনের মাথায় জামিন পেলেন নোবেল। মঙ্গলবার আদালতে খোশ মেজাজে কড়া নিরাপত্তায় প্রবেশ করেন নোবেল।

এর কিছুক্ষণ পরই উপস্থিত হন তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়া। কাঠগড়ায় নোবেলের কাছে যান তিনি। নিজেদের মধ্যে হাসিখুশিভাবে আলাপ করেন বেশ কিছুক্ষণ। এরপর আদালতের বিচারকাজ শুরু হলে প্রিয়াকে বাদীর কাঠগড়ায় ডাকেন বিচারক।

বিচারক নোবেলের স্ত্রী প্রিয়াকে জিজ্ঞেস করেন, জামিনে আপনার কোনো আপত্তি আছে? তিনি বলেন, না। পরে উভয়পক্ষের আইনজীবীরাও বলেন, ভুল বোঝাবুঝি থেকে মামলা হয়েছিল। এখন বিষয়টা মিমাংসা হয়ে গেছে। এরপর প্রিয়া আবার নোবেলের কাছে কাঠগড়ায় ফেরত যান। একজন আরেকজন হাত ধরে দাঁড়িয়ে বাসার সবার ব্যাপারে খোঁজ খবর নেন নোবেল।

এরপর নোবেলকে আদালত থেকে পুনরায় গারদে নিতে যায় পুলিশ। এসময় সারাক্ষণ প্রিয়ার হাত ধরেই হাঁটছিলেন নোবেল। আদালতের লিফটে ওঠার সময়ও প্রিয়াকে সঙ্গে নেন নোবেল। এর কিছুক্ষণ পর জামিনের আদেশ ঘোষণা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব।

পরে প্রেস ব্রিফিংয়ে জামিনের বিষয়ে আপত্তি না থাকার কথা জানান প্রিয়া। এদিকে নোবেলের জামিনের পর গণমাধ্যমে তাদের আইনজীবীরা জানান, শিগগিরই তাদের সংসারে নতুন মেহমান আসতে যাচ্ছে। কাজেই সুখী নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চান প্রিয়া।

১৯ জুন (বৃহস্পতিবার) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে নোবেল বিয়ে করেন মামলার বাদী ইসরাত জাহান প্রিয়াকে। বিয়ের সময় উপস্থিত ছিলেন উভয় পরিবারের সাক্ষী নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান এবং মো. সাদেক উল্লাহ ভূইয়া।

কারা সূত্রে জানা গেছে, এই বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় ১০ লাখ টাকা। এই ঘটনাকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিশেষ করে কারাগারে বিয়ে এবং আদালতের নির্দেশে তা সম্পন্ন হওয়া নিয়ে নানা প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে গায়ক নোবেল নিজে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। জামিনের পর তিনি আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে এলেও সাংবাদিকদের এড়িয়ে চলছেন। বাবা হওয়ার বিষয়ে নিজ মুখে এখনও কিছু বলেননি নোবেল। তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়াও অন্তঃস্বত্ত্বা হওয়ার বিষয়ে এখন পর্যন্ত কিছু জানাননি।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

কুমিল্লা বোর্ডসেরা শিক্ষার্থী কিশোরগঞ্জের কন্যা ক্যাডেট রাইতা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাঝুড়ী ইউনিয়নের মেয়ে ক্যাডেট রাইতা রাজাধী রাজ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালের এসএসসি ও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ...

ঝিকরগাছায় স্থানীয় সরকার নির্বাচনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা

বেনাপোল প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে...

নোবিপ্রবিতে জুলাই স্মৃতি ফুটবল খেলা বাতিল, খেলোয়াড়দের ক্ষোভ

কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধিনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা’ মাঠের অনুপযুক্ততার অজুহাতে বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগ। পরিবর্তে...

কোন দাবি থেকেই আমরা সরে আসিনি: নাহিদ ইসলাম

নরসিংদী প্রতিনিধি :-জাতীয় নাগরিক পার্টির আহব্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য এক বছর পর আবারও দেশ গড়তে মাঠে নেমেছি। এক বছরে নানা...

সম্পর্কিত নিউজ

কুমিল্লা বোর্ডসেরা শিক্ষার্থী কিশোরগঞ্জের কন্যা ক্যাডেট রাইতা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাঝুড়ী ইউনিয়নের মেয়ে ক্যাডেট রাইতা রাজাধী রাজ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে...

ঝিকরগাছায় স্থানীয় সরকার নির্বাচনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা

বেনাপোল প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ...

নোবিপ্রবিতে জুলাই স্মৃতি ফুটবল খেলা বাতিল, খেলোয়াড়দের ক্ষোভ

কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধিনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা’...