স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকারের কোনো আইনে ট্রান্সজেন্ডারকে বৈধতা দেওয়া হয়নি।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে রাজধানীর দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার দস্তারবন্দি ও খতমে বুখারি অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ট্রান্সজেন্ডার নিয়ে আমরা কোনোকিছু বলিনি, তাদের স্বীকৃতিও দিইনি। কাজেই এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।’
ইসলামে যেটি হারাম, সেটাকে আমিও হারাম মনে করি উল্লেখ করে তিনি বলেন, কাজেই ইসলামবিরোধী কোনো আইন দেশে পাশ হবে না, ইনশাআল্লাহ! ট্রান্সজেন্ডারকে অর্থাৎ ছেলে হয়ে নিজেকে মেয়ে কিংবা মেয়ে হয়ে ছেলে পরিচয় দেওয়া—এ বিষয়ে সরকারের কোনো আইনে তাদের বৈধতা দেওয়া হয়নি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশের ওলামা বা মাদরাসার কেউ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত নয়। ইসলাম, মানবতা ও শান্তির বার্তা দেশময় ছড়িয়ে দিতে ওলামায়ে কেরামের কাছে বিশেষ আবেদন রইল।