যৌথবাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যু নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সংগঠনটি দাবি করেছে, কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম গভীর রাতে বাবার কুলখানির আয়োজনের মাঝেই যৌথবাহিনী তাকে গ্রেফতার করে। পরবর্তীতে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়। চিকিৎসক ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে ছাত্রদল জানিয়েছে, নিহতের শরীরে নির্যাতনের অসংখ্য চিহ্ন পাওয়া গেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “হত্যাকারীদের অবিলম্বে চাকরিচ্যুত ও গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। কোনো খুনি রাষ্ট্রীয় বাহিনীর সদস্য হিসেবে থাকতে পারে না।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফ্যাসিস্ট সরকার বিএনপি, যুবদল, ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীকে নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে। এখনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে।
ছাত্রদল অভিযোগ করেছে, অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি নেতাকর্মীদের মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। সরকারকে দ্রুত বিরোধী দলের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তারা তৌহিদুল ইসলামের হত্যার বিচার ও তার চার কন্যার আর্থিক ও নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে বলেও দাবি জানিয়েছে।
ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি) মো. জাহাঙ্গীর আলম বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।