পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি শুরু হয়েছে বাংলাদেশে। আগামী ১৭ জুনকে সামনে রেখে এরই মধ্যে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে রেল মন্ত্রলায়।
এবার ঈদুল আজহার সম্ভাব্য ছুটি ১৬ -১৮ জুন। এর আগে ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার। সব মিলিয়ে এবারের ঈদে সরকারি চাকরিজীবীদের ছুটি হবে কমপক্ষে পাঁচ দিনের।
সরকারি চাকরিজীবীরা প্রতিবারই ঈদের আগে ছুটি বাড়ানোর জন্য আবেদন করেন। এবারও সেই আবেদন করলে এবং তা কার্যকর হলে বাড়তে পারে ছুটির দিন। গত বছরের ঈদুল আজহাতেও ৫ দিনের ছুটি পেয়েছিল কর্মজীবীরা।
মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব এবং ত্যাগের উৎসব ঈদুল আজহা। ঈদুল আজহার দিনে বিশ্বব্যাপী পশু কোরবানি দেওয়া হয়।