মিশন হেক্সার পথে নকআউট পর্বে আজ মাঠে নামছে বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল। কাতারের রাজধানী দোহায় স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বিশ্বকাপ শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে লাতিন দেশটি।
বিশ্বকাপে লাতিন আমেরিকার দলটি এখন খেলার চেয়ে বড় শিরোনাম ইনজুরি প্রবণতার জন্য। চোটে জর্জর ব্রাজিল হার মেনেছে ক্যামেরুনের কাছে। নেইমার না থাকায় সুইসদের সাথেও জয় এসেছ্র কষ্ট করে। তবে এর মধ্যেই নেইমারের ফেরা সমর্থকদের জন্য বড় সুখবর। ব্রাজিল কোচ তিতেই সে সুখবর দিয়েছেন। আর নেইমার নিজেও আছেন ফুরফুরে মেজাজে। নকআউটের আগে বদলেছেন নিজের সাজটাও।
কাতার বিশ্বকাপে মাঠে নামার আগে চুলে নতুন ছাঁট দিয়েছিলেন নেইমার। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে তাঁকে সেই ছাঁটে মাঠেও দেখা গেছে। অবশ্য কেবল নেইমার না। ইতালির তুরিনে ক্যাম্প চলাকালে ব্রাজিল দলের প্রায় অনেকেই দ্বারস্থ হন হেয়ার স্টাইলিস্টের কাছে। তবে চোটে পড়ার পর নেইমার সেই চুল নিয়ে আর মাঠেই নামতে পারলেন না। কিন্তু শেষ ষোলোয় ফিরছেন ব্রাজিলের নাম্বার টেন। আর তার আগে নিজের হেয়ার স্টাইলিস্ট নারিকোর কাছে গিয়ে পাল্টেছেন চুলের রং।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, চুলে ‘প্লাটিনাম’ রং করেছেন নেইমার। তাঁর এই নতুন ‘লুক’-এর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নারিকো। নেইমারের বহু বছরের ব্যক্তিগত এই হেয়ার স্টাইলিস্ট ইনস্টাগ্রামে নেইমার ও তাঁর ছবি পোস্ট করে লিখেছেন, ‘ফেরার জন্য নতুন লুক। সৃষ্টিকর্তা তোমার এবং দলের প্রতি সহায় হোন।’
নারিকো ২০১৫ সাল থেকে নেইমারের ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট। ভিনিসিয়ুস, রদ্রিগো, লুকাস পাকেতারাও মাঝেমধ্যে তাঁর কাছে যান। গত বিশ্বকাপেও তাঁকে নিয়ে রাশিয়ায় গিয়েছিলেন নেইমার। রাশিয়া বিশ্বকাপে দুই সপ্তাহের মধ্যে চারবার চুলের ছাঁট ও রং পাল্টে আলোচনার পাশাপাশি সমালোচিতও হয়েছিলেন ব্রাজিলের এই তারকা। প্রথমে লম্বা সোনালি চুল নিয়ে হাজির হয়েছিলেন, সেটা ‘নুডলস’ নামে পরিচিতি পেয়েছিল।