যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণ উপকূলে জোড়া নৌকাডুবির ঘটনা ঘটে। এতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। স্থানীয় সময় রোববার এই নৌকাডুবির ঘটনা ঘটে। উদ্ধারকর্মী ও স্থানীয় জরুরি সেবা বিভাগের কর্মীরা দাবি করেন, সন্দেহভাজন মানবপাচারকারীরা অবৈধভাবে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে আসছিলেন ডুবে যাওয়া এই নৌকা দুটিতে করে।
সান দিয়েগো শহরের লাইফগার্ডের প্রধান জেমস গার্টল্যান্ড বলেছেন, ‘আমরা আটটি প্রাণ হারালাম।’ অবৈধভাবে সমুদ্রপথে যুক্তরাষ্ট্রে আসার সময় মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিবাসনপ্রত্যাশীদের অবৈধভাবে সমুদ্র পাড়ি দেওয়ার সময় ক্যালিফোর্নিয়ায় বিশেষ করে সান দিয়েগোয় আমার দেখা এটি সবচেয়ে বড় ট্রাজেডি।’
তবে নৌকাডুবির ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি।
এদিকে নৌকা দুটি ডুবে যাওয়ার কারণও জানা যায়নি। তবে লাইফগার্ড প্রধান গার্টল্যান্ড যেখানে নৌকাডুবির ঘটনা ঘটেছে সেই এলাকাকে বিপজ্জনক বলে বর্ণনা করেন। কারণ হিসেবে তিনি উল্টো স্রোতের কথা বলেন।
গার্টল্যান্ড বলেন, ‘স্প্যানিষ ভাষায় কথা বলে এমন একজন ব্যক্তি শনিবার মধ্যরাতের কিছুক্ষণ আগে জরুরি সেবা বিভাগে ফোন করে জানান, মেক্সিকো সীমান্ত থেকে অদূরে টরি পিনস সৈকতের কাছে দুটি ছোট ও খোলা নৌকা ডুবে গেছে। নৌকা দুটির একটিতে আটজন এবং অপরটিতে ১৫ জন আরোহী রয়েছেন।’
খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গেলেও তাঁরা কাউকে জীবিত উদ্ধার করতে পারেনি। তবে গার্টল্যান্ড জানান, দুই নৌকার আরোহীদের কেউ কেউ হয়তো উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে আসার আগেই উপকূল ছেড়ে অন্যত্র চলে যান।