ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় সোমবার (১০ অক্টোবর) এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো টেলিগ্রামে এক পোস্টে এমন তথ্য জানান।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে ক্রিমিয়ান ব্রিজে ভয়ানক বিস্ফোরণ ঘটানোর অভিযোগ করার একদিন পরই কিয়েভে বিস্ফোরণের ঘটনা ঘটলো।
এতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন মাত্রা পেতে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় সোমবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো টেলিগ্রামে এক পোস্টে এমন তথ্য জানান। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত এখনো জানাননি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে ক্রিমিয়ান ব্রিজে ভয়ানক বিস্ফোরণ ঘটানোর অভিযোগ তোলার একদিন পরই কিয়েভে বিস্ফোরণের ঘটনা ঘটলো।
এতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন মাত্রা পেতে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের প্রায় এক ঘণ্টা আগে কিয়েভে সতর্ক সাইরেন বেজে ওঠে। দীর্ঘদিন পর সাইরেন শুনে ইউক্রেনীয়রা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন।
গত এপ্রিল থেকেই কিয়েভের বড় অংশই ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে।
চলতি সপ্তাহে রাশিয়ান সেনাদের ওপর ইউক্রেনীয় সেনারা বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটায়। এতে হতাহতও হয়েছেন রাশিয়ান সেনারা। এমন পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত এলাকায় নতুন করে সেনা মোতায়েন শুরু করেন। এমনকি নিয়োগ দেন নতুন জেনারেলও।
কয়েকদিন আগেই ইউক্রেনের পশ্চিমাঞ্চলে লুনাস্ক শহর থেকে রাশিয়ান সেনাদের পিছু হটিয়ে দেয় ইউক্রেনীয় সেনারা। প্রায় পাঁচ মাস আগে এই শহরটি দখলে নিয়েছিল রাশিয়া।