back to top
26 C
Dhaka
Saturday, October 5, 2024

ক্লাস চলাকালীন স্কুল চত্তরে বজ্রপাত, জ্ঞান হারাল ২ জন, আহত আরও ৫০

ক্লাস চলাকালীন স্কুল চত্বরে বাজ পড়ে আহত হয়েছে ৫০ স্কুল শিক্ষার্থী। তাদের মধ্যে গুরুতর আহত হয়েছেন ছয়জন। দুইজন বাজ পড়ার পর পরই জ্ঞান হারিয়ে ফেলেন।

শনিবার(২৩ জুলাই) দুপুর ১২টার দিকে ভারতের ঝাড়খণ্ডের বোকারোর জরিডি ব্লকের বন্ধডিহি মিডল স্কুলে এ ঘটনাটি ঘটে।

জরিডির ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) উজ্জ্বল কুমার সোরেন ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, স্কুল চত্বরে যখন বাজ পড়ে, তখন স্কুলে ২৫০ জন শিক্ষার্থী ছিল। তাদের মধ্যে ৫০ জন অসুস্থ বোধ করে। এদের মধ্যেই আবার ছয়জন একটু বেশি অসুস্থ হয়ে পড়ে। ওই ছয়জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

অসুস্থ বোধ করা বাকি ৪৪ জন শিক্ষার্থীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। চার শিক্ষার্থীর চিকিৎসা চলছে।

জরিডি থানা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লালন রবি দাস সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, কোনও শিক্ষার্থী অতটা গুরুতর আহত হয়নি। তবে দুই শিক্ষার্থী একটু বেশি অসুস্থ বোধ করায় তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সম্পর্কিত খবর

আমাদের সাথে সংযুক্ত হোন

0FansLike
3,905FollowersFollow
0SubscribersSubscribe

সর্বশেষ