32 C
Dhaka
Saturday, July 27, 2024

খুলনায় মাদকসহ ৪ পুলিশ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

খুলনায় পৃথক স্থান থেকে শুক্রবার মাদকসহ চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে নগর ডিবি পুলিশ। শনিবার নগরীর দৌলতপুর ও সোনাডাঙ্গা থানায় মাদক আইনে তাদের চারজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, পুলিশ সদস্য আশিকুর রহমান ও গিয়াস উদ্দিন পুলিশ লাইনে কর্মরত ছিলেন। বর্তমানে তারা সময়িক বরখাস্ত রয়েছে।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দৌলতপুর রেহানা ফিলিং স্টেশনে সংলগ্ন শহীদুল স্টোরের পাশ থেকে তাদের দেহ তল্লাশি করে নগর ডিবি পুলিশ ৪০ পিস ইয়াবা উদ্ধার করে। তারা সেখানে মাদক বিক্রির উদ্দেশে অবস্থান করছিলেন বলে ডিবি পুলিশ জানায়। শনিবার ডিবির উপপরিদর্শক (এসআই) বিধাননচন্দ্র রায় বাদী হয়ে তাদের দুজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

অপরদিকে, সোনাডাঙ্গা ইসলামীয়া কলেজ রোড থেকে অপর দুজন পুলিশ সদস্য গ্রেপ্তার করা হলেও থানা পুলিশ তথ্য দিতে গিয়ে লুকোচুরি করে। সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ মৃধা নিশ্চিত করে বলতে পারেনি যে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পুলিশ সদস্য।

তবে ডিবি পুলিশ পরিদর্শক তপন সিংহ গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পুলিশ সদস্য বলে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাদের চার জনের বিরুদ্ধে সোনাডাঙ্গা ও দৌলতপুর থানায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...

কোটা আন্দোলন: ঢাকায় গুলিবিদ্ধ ৩ আন্দোলনকারী, সারাদেশে নিহত ৬  

কোটা সংস্কারের দাবিতে রাজধানীসহ উত্তাল সমগ্র দেশ। এ আন্দোলনে রাজধানীর চানখারপুল এলাকায় স্থানীয় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারীদের তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল...

সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ

ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দূর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ শুক্রবার(৫ জুলাই) সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন...