বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের লজিস্টিক ম্যানেজার হিসেবে ২৬ সেপ্টেম্বর সকালেও দলের সঙ্গে ছিলেন নাফিস ইকবাল। নিউজিল্যান্ড সিরিজের শেষ ওয়ানডেতে সেদিন মাঠে নেমেছিল টাইগাররা। মিরপুরে সেই ম্যাচ চলাকালে হঠাৎই ড্রেসিংরুম ছেড়ে বাসায় চলে যান নাফিস। ঘটনা নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। এবার সেই ঘটনায় মুখ খুলেছেন সাবেক এই ক্রিকেটার।
বিশ্বকাপ দলের সঙ্গে ভারত সফরের পরিকল্পনায় না রাখার কারণেই দল ছেড়ে চলে যাওয়ার কথা জানান নাফিস। এ ঘটনার সঙ্গে তামিম ইকবালের সাম্প্রতিক ঘটনার কোনো মিল নেই বা যোগসূত্র নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি।
নাফিস ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলাকালে জাতীয় দল ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত আমি আবেগের বশে নেইনি। ২৬ সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডের দিন সকালে আমি জানতে পারি, আমি বিশ্বকাপ দলের সঙ্গে যাচ্ছি না। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও একই ঘটনা ঘটেছিল। আমিও একজন মানুষ, অন্যদের মতো আমারও আবেগ আছে।’
তিনি আরও বলেন, ‘আমি অবশ্যই বিসিবি থেকে পদত্যাগ করিনি এবং এই ঘটনার সঙ্গে আমার ছোট ভাই তামিমের এসব ঘটনার কোনো সম্পর্ক নেই। আমি মাঠ ছাড়ার ৬-৭ ঘন্টার পর বিশ্বাকপ দল ঘোষণা করা হয়েছে।’
এ সময় নিজের ওপর আসা অভিযোগ নিয়ে তিনি বলেন, ‘আমি প্লেয়ার লিস্টে নিয়মমাফিক স্বাক্ষর করেছিলাম, নিউজিল্যান্ড সিরিজের জন্য অ্যাকাউন্টস বিভাগে কাগজপত্র বুঝিয়ে দেওয়া। বিশ্বকাপের জন্য আমাকে দেওয়া দৈনিক ভাতা ফেরত দেওয়াসহ কোনও কাজ অর্ধেক করে যাইনি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পরিস্থিতিগুলো কিছু সম্মানের যোগ্য এবং কেউ ঘটনাগুলো না জেনে তার মতামত দিতে পারে না। আমি আমার ক্রিকেট ক্যারিয়ারে সৎ ছিলাম এবং এখন বাংলাদেশ জাতীয় দলের পরিচালনার অংশ হিসেবে আমি আমার সেরা আউটপুট দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছি এবং তাই করে যাব।’