রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া ১১ বছর বয়সী আরাবি ইসলাম সুবা দুই দিন পর নওগাঁ থেকে পাওয়া গেছে। তবে, পুলিশ এখনও তাকে উদ্ধার করতে পারেনি। পুলিশ জানায়, মেয়েটি শনাক্ত হয়েছে, কিন্তু কিছু কৌশলগত কারণে এখনই তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, সুবা তার মায়ের ফুসফুসের ক্যান্সারের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল।
পুলিশের তথ্য মতে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সুবা একজন যুবকের (২০+) হাত ধরে চলে যায়। সেই যুবকের মোবাইল নম্বরের সূত্র ধরে প্রযুক্তির সাহায্যে সুবাকে উদ্ধারের চেষ্টা চলছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সুবা তার ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয়। রাস্তা পার হওয়ার সময় সে নিখোঁজ হয়ে যায়। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
সিসি ক্যামেরার ফুটেজে মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে সুবাকে দেখা যায়। সেখানে তার সঙ্গে ছিলেন অন্য একজন, যাকে যুবক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অভিযুক্ত যুবকের মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সুবাকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান আদাবর থানার ওসি।
সুবার বাবা ইমরান রাজিব বলেন, “আমরা ঢাকায় এসেছিলাম স্ত্রীর চিকিৎসার জন্য। রবিবার সন্ধ্যায় সুবা ফুফাতো ভাইয়ের সঙ্গে বাইরে বের হয়েছিল। পরে রাস্তা পার হতে গিয়ে সে নিখোঁজ হয়ে যায়। আমি থানায় জিডি করেছি, পুলিশ বলেছে তারা উদ্ধার করার চেষ্টা করছে।”