28 C
Dhaka
Sunday, September 8, 2024

গাজার জনগণকে ১ কোটি ডলার সহায়তা দেবে জাপান

ডেস্ক রিপোর্ট:

হামাসের অভিযানের পর ইসরায়েলের ধারাবাহিক ও নৃশংস বিমান হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকার বেসামরিক লোকজনকে ১ কোটি ডলার মানবিক সহায়তা দেবে জাপান।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাজধানী টোকিওতে এক সংবাদ সম্মেলন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সহায়তার এই অর্থ যেন গাজার বেসামরিকদের হাতে পৌঁছায়, সেজন্য ইসরায়েলের সরকারের সঙ্গে ইতোমধ্যে আমরা আলোচনা করেছি। আমরা আশা করছি, শিগগিরই এই যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটবে।’

গত ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলার জবাবে ওই দিন থেকেই গাজা উপত্যকায় ভয়াবহ অভিযান শুরু করে ইসরায়েলের বিমানবাহিনী। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় গাজার সব সীমান্তপথ, বিচ্ছিন্ন করে দেওয়া হয় গাজা উপত্যকার পানি ও বিদ্যুৎ সংযোগও।

ইসরায়েলি বিমান বাহিনীর বোমা বর্ষণ, আর পানি-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায়  ব্যাপক মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে গাজার সাধারণ বেসামরিক লোকজন।

বিশেষ করে কয়েকদিন আগে জ্বালানির অভাবে গাজার একমাত্র বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় হাসপাতালের চিকিৎসা সেবাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আহতদের যথাযথ চিকিৎসা দেওয়া অনেকক্ষেত্রে সংকটের মুখে পড়েছে।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...