গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শকের (এডিশনাল ডিআইজি) গ্রামের বাড়িতে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে৷ ডাকাতেরা তার বাবা-মাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, ও স্বর্ণালঙ্কার এবং পুলিশের ইউনিফর্ম লুট করেছে বলে জানা গেছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে সিলেট রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক আব্দুল জলিলের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতির সময় বাড়িতে শুধু তার মা ও বাবা ছিলেন।
আব্দুল জলিলের বাবা আব্দুল বাতেন বলেন, রাত দেড়টার দিকে বারান্দার গ্রিল কেটে ৫/৭ জনের ঘরে প্রবেশ করে। তারা থানা থেকে এসেছে বলে আমার স্ত্রীর গলায় ছুরি ধরে জিম্মি করে। পরে তারা দেড় ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ ১৮ হাজার টাকাসহ মালামাল লুট করে।
ডাকাতেরা ঘরে থাকা বিশেষ অনুষ্ঠানে পরার জন্য অতিরিক্ত ডিআইজির ইউনিফর্মও (টিউনিক) লুট করে বলে জানিয়েছেন ভুক্তভোগী ডিআইজির বাবা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ডাকাতির বিষয়ে জানার পর ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ডাকাতদের ধরতে অভিযান চলছে। আশা করছি খুব দ্রুত তাদের গ্রেফতার করতে পারব৷