রবিবার, ১৫ জুন, ২০২৫

গ্রেফতারের পর রিমান্ডে গায়ক নোবেল

-বিজ্ঞাপণ-spot_img

গায়ক মাইনুল আহসান নোবেলকে প্রতারণার মামলায় গ্রেফতারের পর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অর্থ নিয়েও গান গাইতে না যাওয়ার বিষয়ে জানতে তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

শনিবার প্রতারণার মামলায় গ্রেফতারের পর এই গায়ককে ঢাকার আদালতে পাঠায় পুলিশ। তাকে তিন দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরির্দশক হুমায়ুন কবির। অন্যদিকে নোবেলের আইনজীবী জামিনের আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আহমেদ হুমায়ুন কবির জামিন আবেদন নাকচ করে নোবেলের একদিন রিমান্ডের আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শাহ আলম বলেন, কাঠগড়ায় নোবেল স্বাভাবিক ছিলেন। তিনি শুনানির সময় কোনো কথা বলেননি।

এর আগে গত শুক্রবার ঢাকার মতিঝিল থানায় শরীয়তপুরের একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য প্রায় পৌনে দুই লাখ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে নোবেলের বিরুদ্ধে মামলা করা হয়। পুলিশ জানায়, মতিঝিল থানায় মামলাটি করেন সাফায়েত ইসলাম নামের এক ব্যক্তি।

শনিবার ভোরে ওই মামলায় নোবেলকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান জানান।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত শরীয়তপুর ভেদরগঞ্জ হেডকোয়ার্টার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নোবেলের সঙ্গে এক লাখ ৭৫ হাজার টাকার চুক্তি করেছিল আয়োজকরা। নোবেলকে কয়েক দফায় ১ লাখ ৭২ হাজার টাকা দেওয়াও হয়েছিল। কিন্তু তিনি অনুষ্ঠানে যাননি, যে কারণে অস্বস্তিতে পড়তে হয় আয়োজকদের।

গত ২৬ এপ্রিল কুড়িগ্রামে গান পরিবেশনের সময় মঞ্চে নোবেলের ‘অসংলগ্ন আচরণে’ ক্ষুব্ধ হয়ে জুতা ও পানির বোতল ছুঁড়েছেন দর্শকগণ। আর তাতে পণ্ড হয় ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি ও সুর্বণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান।

২০১৯ সালে ভারতের জি-বাংলা টিভির রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে তৃতীয় হয়ে আলোচনায় আসেন নোবেল। তবে নানা কর্মকাণ্ডে তাকে নিয়ে বিতর্কও বাড়ছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

গর্ত থেকে বেরিয়ে নেতানিয়াহু বললেন, ইরানকে চড়া মূল্য দিতে হবে!

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসময় ইরানকে ইসরাইলের ‘অস্তিত্বের জন্য হুমকি’ বলে উল্লেখ করেছেন তিনি। রোববার (১৫ জুন) ইরানের...

ইসরাইলে নতুন করে মিসাইলের বহর ছুঁড়ল ইরান

ইসরাইলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার (১৫ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার কিছু পরে হামলার তথ্য নিশ্চিত করেছে ইরান এবং...

তেহরানে ফের ইসরায়েলি হামলা

ইরানের রাজধানী তেহরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আবারও এক ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে শহর। স্থানীয় সময় শনিবার ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এটি ইসরায়েল চালিত...

গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু আর নেই

গণফোরামের সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৫ জুন) বিকেল ৫টার দিকে রাজধানীর একটি...

সম্পর্কিত নিউজ

গর্ত থেকে বেরিয়ে নেতানিয়াহু বললেন, ইরানকে চড়া মূল্য দিতে হবে!

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসময় ইরানকে ইসরাইলের...

ইসরাইলে নতুন করে মিসাইলের বহর ছুঁড়ল ইরান

ইসরাইলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার (১৫ জুন) বাংলাদেশ সময়...

তেহরানে ফের ইসরায়েলি হামলা

ইরানের রাজধানী তেহরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আবারও এক ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে শহর। স্থানীয় সময়...