28 C
Dhaka
Sunday, September 8, 2024

চট্টগ্রামের সিটি মেয়রের বাড়ির উঠানেও হাঁটুপানি

ডেস্ক রিপোর্ট:

একনাগাড়ে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা আচ্ছন্ন হয়ে পড়েছে বন্দর নগরী চট্টগ্রামও। তলিয়ে গেছে শহরের বিভিন্ন এলাকা। গত দুইদিনের বৃষ্টিতে বহদ্দারহাট ও মুরাদপুর এলাকার বেশকিছু স্থানে ব্যাপক জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাড়িতেও জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, তার প্রাঙ্গণ ও সামনের রাস্তাও এখন পানিতে ডুবে আছে।

শনিবার(১৮ জুন) সন্ধ্যা পর্যন্ত মেয়রের বাড়ির উঠান ও সামনের রাস্তায় হাঁটুপানি জমে ছিল। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ভারী বর্ষণের পর এ জলাবদ্ধতা বাড়তে থাকে। জলবদ্ধতার ২০ ঘন্টায়ও পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া যায়নি৷


মেয়র রেজাউল করিম চৌধুরীর পৈতৃক বাড়ি নগরের বহদ্দারহাটে। তিনি পরিবার নিয়ে বাড়ির দোতলা ভবনে থাকেন। এর আগেও জলাবদ্ধতায় একাধিকবার তলিয়ে গিয়েছিল মেয়রের বাড়ির উঠান ও সামনের রাস্তা। আশপাশের এলাকাগুলোতেও একই অবস্থা।

এ বিষয়ে সিটি মেয়র রেজাউল করিম বলেন, বহদ্দারহাট নিচু এলাকায় হওয়ায় আমাদের এলাকায় পানি উঠেছে। এমনকি আমার বাড়ির উঠানেও পানি চলে আসে। ঘরের ভেতরও এক হাঁটু পানি উঠেছিল। পানির মধ্য দিয়েই দুপুরে বাড়ি থেকে বেরিয়েছি। আকবরশাহ এলাকায় পাহাড় ধসের পর ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ পরিদর্শনে গিয়েছি।

মেয়রের ব্যক্তিগত সহকারী মোস্তফা জামাল চৌধুরী একটি গণমাধ্যমকে বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় চাক্তাই খালসহ আশপাশের খালে বাঁধ দেওয়া হয়েছে। খালগুলোও ঠিকভাবে পরিষ্কার করা হয়নি। এসব কারণে বারবার মেয়রের বাড়িতে পানি জমে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...