চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক প্রবাসীর স্ত্রী একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন। তবে জন্মের এক থেকে দুই ঘণ্টার মধ্যে সব নবজাতক মারা যায়।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নাজিরহাটের একটি বেসরকারি ক্লিনিকে তসলিমা আক্তার (২৯) নামের ওই নারী নরমাল ডেলিভারিতে পর পর ছয় সন্তানের জন্ম দেন।
চিকিৎসকরা জানিয়েছে, জন্মের এক থেকে দুই ঘণ্টার মাথায় ছয় নবজাতকের মৃত্যু হয়। এর মধ্যে চারটি ছেলে ও দুটি কন্যা সন্তান।
বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরহাট সেবা ক্লিনিক ও নার্সিং হোমের ডা. উম্মে ফাতেমা তুজ জোহরা। তিনি জানান, তসলিমা গত তিন মাস ধরে তার তত্ত্বাবধানে ছিলেন। তার স্বামী দুবাই প্রবাসী। প্রসূতি তসলিমার পেট স্বাভাবিক গর্ভবতীদের চেয়ে কিছুটা বড় ছিল। তাই মনে হয়েছিল তার হয়তো জমজ সন্তান হবে।
তিনি আরও জানান, ‘কিন্তু আজ (মঙ্গলবার) সন্ধ্যায় তসলিমা পর পর ছয় সন্তান জন্ম দিয়ে সবাইকে অবাক করে দেয়। তবে অপারেশন ছাড়াই তিনি ছয় নবজাতকের জন্ম দেন। আমরা চেষ্টা করেছি কিন্ত একজনকেও বাঁচাতে পারিনি। তবে আল্লাহর রহমতে মা সুস্থ আছেন।’
নবজাতকগুলোর ওজন ছিল ৩৫০ থেকে ৬৫০ গ্রামের মধ্যে।