সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে প্রচার করায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার (২০ নভেম্বর) রাতে জেলার মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।
পেশায় ইজিবাইক চালক মো.স্বপন মিয়াজি উপজেলার বেগমপুর গ্রামের আবুল হোসেন মিয়াজীর ছেলে।
মতলব উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে ফেসবুকে প্রচার করে অভিযুক্ত স্বপন। এ নিয়ে ওবায়দুল কাদেরসহ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ এনে শনিবার (১৯ নভেম্বর) রাতে কলাকান্দা ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।
তিনি বলেন, শনিবার রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।