মার্কিন আকাশসীমায় উড়তে থাকা চীনা গোয়েন্দা বেলুন ও উত্তর আমেরিকায় তিন অজ্ঞাত বস্তু নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বেড়েছে উত্তেজনা। মার্কিন আকাশে উড়ন্ত দৈত্যাকার সেই বেলুনটি ধ্বংস করে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের দাবি, গোয়েন্দা নজরদারির উদ্দেশ্যেই বেলুনটি উড়ানো হয়ে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করে চীন জানিয়েছে, তাদের এই আবহাওয়া পর্যবেক্ষণের বেলুন ভুলবশত মার্কিন আকাশে প্রবেশ করেছে। দেশ দুইটির এমন পরস্থিতিতে বৃহস্পতিবার বেলুন কাণ্ড নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
জো বাইডেন বলেন, নজরদারি চালাতে এই বেলুন ব্যবহার করা হয়েছে। আমরা এখনো স্পষ্টভাবে জানি না, সেগুলো আসলে কী ছিল। যুক্তরাষ্ট্র এই ধরনের উড়ন্ত বস্তু শনাক্তকরণের উন্নতি ঘটাবে বলেও জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীনের সঙ্গে স্নায়ুযুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র। বেলুন ধ্বংসের বিষয়টি নিয়ে আমি চীনা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলব। তবে এ বিষয়ে ক্ষমা চাওয়া হবে না।
গত ৪ ফেব্রুয়ারি এফ-২২ যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে যুক্তরাষ্ট্রের আকাশে উড়তে থাকা চীনা গোয়েন্দা বেলুন ধ্বংস করা হয়। আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের জলসীমায় বেলুনটির ধ্বংসাবশেষ পড়ে।
চীনা বেলুনটি ধ্বংস করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বেইজিং। এ ঘটনায় যুক্তরাষ্ট্র মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে বলেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ জানান হয়।