বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Homeস্বাস্থ্য ও চিকিৎসাচীন-ভারতে এইচএমপিভি আতঙ্ক, বিমানবন্দর বিশেষ নির্দেশনা

চীন-ভারতে এইচএমপিভি আতঙ্ক, বিমানবন্দর বিশেষ নির্দেশনা

চীনসহ পার্শ্ববর্তী দেশগুলোতে দ্রুত ছড়িয়ে পড়া হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, এবং এটি বাংলাদেশেও শনাক্ত করা হয়েছে। এই ভাইরাসের বিস্তার রোধে দেশের অন্যতম প্রধান বিমানবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ নির্দেশনা জারি করেছে।

এদিকে, সোমবার (১৩ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশের সব এয়ারলাইন্স এবং বিমানবন্দর সংশ্লিষ্ট সকল পক্ষকে এই ভাইরাস সংক্রান্ত নির্দেশনা পাঠানোর জন্য একটি চিঠি দিয়েছেন। চিঠির মাধ্যমে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, বিদেশ থেকে আগত যাত্রীদের সঠিকভাবে পর্যবেক্ষণ এবং ভাইরাসটি ছড়ানোর কোনো সম্ভাবনা যাতে না থাকে, সে জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হবে।

এইচএমপিভি একটি মারাত্মক ভাইরাস যা চীনসহ কিছু দেশগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং সেখানকার জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা এ ভাইরাসের সংক্রমণের সাথে সম্পর্কিত নানা ধরনের উপসর্গ নিয়ে সতর্কতা জারি করেছেন। বাংলাদেশের বিমানবন্দর কর্তৃপক্ষও বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য বিশেষ মনিটরিং ব্যবস্থা এবং স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম জোরদার করেছে, যাতে ভাইরাসটি দেশে প্রবেশ করার ঝুঁকি কমানো যায়।

উল্লেখ্য, এই ভাইরাসটি নতুন হলেও এর সংক্রমণ ছড়িয়ে পড়ার গতিবিধি এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ