শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeসারাদেশচেয়ারম্যানকে বের করে দিয়ে ইউপি কার্যালয়ে তালা দিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা

চেয়ারম্যানকে বের করে দিয়ে ইউপি কার্যালয়ে তালা দিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার নেতৃত্বে ৮-১০ জন ইউপি চেয়ারম্যানকে বের করে দিয়ে কার্যালয়ে তালা দিয়েছেন। আজ সোমবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে কার্যালয়ে যান চন্দ্রগঞ্জ ইউপির চেয়ারম্যান নুরুল আমিন। কিছুক্ষণ পর চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাবেদ হোসেনের নেতৃত্ব ৮-১০ জনের একটি দল ইউপি কার্যালয়ে আসে। এরপর চেয়ারম্যানকে গালমন্দ করে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন। এ সময় ইউপি কার্যালয়ে আসা ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন।

ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, এক সপ্তাহ আগে তাকে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা কার্যালয়ে আসতে নিষেধ করেছিলেন। গত মঙ্গলবারও তার কার্যালয়ে এসে বিভিন্ন ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। আজ স্বেচ্ছাসেবক দলের নেতা জাবেদ হোসেন তাকে কার্যালয় থেকে বের করে দিয়ে আর কখনো না আসতে বলেছেন। বের হতে অপারগতা প্রকাশ করায় তার দিকে তেড়ে আসেন জাবেদ ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা।

নুরুল আমিন আরও বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্রভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এ কারণে আওয়ামী লীগ আমাকে দল থেকে বহিষ্কারও করেছিল।’

জাবেদ হোসেন বলেন, ‘ঘটনার সময় আমি ইউপি কার্যালয়ে উপস্থিত ছিলাম না। সাধারণ মানুষ চেয়ারম্যানকে বের করে কার্যালয়ে তালা দিয়েছেন। তিনি অবৈধভাবে নির্বাচিত হয়েছেন, তাই সাধারণ মানুষের তার প্রতি ক্ষোভ রয়েছে।’

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, ‘ঘটনাটি ইউপি চেয়ারম্যান নুরুল আমিন আমাকে জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজখবর নিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

spot_img

সর্বশেষ

আরও সংবাদ